আমেরিকা বিএনপির পক্ষে, পাকিস্তান জামাতের পক্ষে, ভারত আওয়ামীলীগের পক্ষে, আর যত আলুর দোষীরা এরশাদের পক্ষে।

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ০২ ডিসেম্বর, ২০১৩, ০৪:৫৮:৩০ বিকাল



দেশটাকে নিয়ে টানা হেচড়া করতে থাকলে মানুষ ঠিকই ইসলামকে তাদের নীতি নির্ধারণ ঠিক করে নিবে।

কি মজা সবাই আন্দোলন করছে কিন্তু প্রভুর নির্দেশে। কি আমার। সরকার ভারতীয় সিগনাল পেয়ে দমন নিপীড়ন চালাচ্ছে। আর আমেরিকার মজা করছে বিএনপির মাল খেয়ে। পাকিস্তানীরা জামায়াতকে ক্ষমতায় বসাবে এমন শক্তি তাদের নাই। আর যত আলুর দোষীরাই এরশাদকে নিয়ে পূজা করছে। হায় হায় শক্তি প্রদর্শনী।

মাগো! চারিদিকে বারুদ, ঢাকাবাসীর চাপা কান্না এবং দেশবাসীর আর্তনাদ কি শুনতে পাচ্ছেন!

কয়েকদিন যাবৎ ঘুমাতে পারছিনা। পরিবার পরিজন, বন্ধু বান্ধব ও পরিচিত জনের কাউকেই হাসতে দেখিনি কয়েক মাসে। রুটি রুজির জন্য অফিসে আসতে হয়। আমার গাড়ীর গ্লাসটি ককটেলের আঘাতে ক্ষতিগ্রস্থ হবার পর রিক্সায় ঘুরে বেড়াই। বাসে উঠতে ভয় পাই গান পাউডার এর অগ্নিতে কাবাব হবার আশংকায়। শরীর-মন হাহাকার করছে এক অজানা শংকায়- বিশেষ করে গাজীপুরে স্যান্ডার্ড গার্মেন্টস পুড়ে ১২০০ কোটি টাকার ক্ষতি এবং অসহায় মালিকের গগন বিদারী কান্না দেখার পর বার বার মনে হচ্ছে ডাকা মেডিকেলের বার্ন ইউনিটে যাই- কিন্তু একজন ব্যর্থ রাজনীতিবীদ হিসেবে আমার কলংকিত মুখ ঐ সব আগুনে পোড়া মানুষজনকে যে দেখানো যাবেনা- এতটুকু চেতনা এখনো ধারন করছি বলেই আমার মনজগতে অনেক উথাল পাথাল হচ্ছে প্রতি মূহুর্তে।

বিষয়: বিবিধ

১৪৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File