টুয়া কিন্তু খুলে যাবে!

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ২৬ নভেম্বর, ২০১৩, ০৬:৪৫:৫৭ সন্ধ্যা

নুরুল ইসলাম নাহিদ ভাই

আমনেরে কইতাছি

যে হারে প্রশ্নপত্র ফাঁস হইতেছে।

পিচ্চি পোলাপাইন গুলা খেপলে

কিন্তু খবর আছে!

এমনিতেই এই পিচ্চি গুলোরে

খাওয়াতে অনেক কষ্টে হয়।

এই মুহূর্তে যদি এগুলো অসহযোগ

আন্দোলন করে বসে, তাহলে পরে আপনার

অবস্থাও দিলিপ বড়ুয়ার মত হবে।

টুয়া খুলে যাওয়ার সময় ধারারও সময়

পাবেন না। হরতাল, অবরোধ নিয়া বড়র

বুডুর না কইরা, বাইক্কা কাজ বাদ দিয়া ঐ দিকে

মনোযোগ দেন।

পিচ্চি গুলারে আহত করিয়েন না আর।

এগুলোই একদিন জাতির ভবিষ্যত হবে।

অবিলম্বে প্রশ্নপত্র ফাঁস করা রোধ করুন।

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File