খোকা বাবুদের খেলা ঘর

লিখেছেন লিখেছেন মিরন ২৬ নভেম্বর, ২০১৩, ০৬:৩১:৪৩ সন্ধ্যা

সুর্য়ের আলো পস্চিম দিগন্তে অস্তমিত লাল রস্মি মনে করিয়ে দেয়, বাড়ি ফেরার তাগিদ, আদর্শ লিপির পাঠ, তাই তো খোকা বাবুর বালু দিয়ে সাজানো প্রসাদ, মন্তী, আমলা, রথি মাহা রথি, হাতের সামান্ন আঘাতেই সব সেষ, পরের দিন আবার নতুন করে তৈরির পরিকল্পনা। রাস্টকে তো আর খোকা বাবুর ঘর ভেবে চালিয়ে দেওয়া যায়না, সবাই চায় সব দলের অংশগ্রহনে একটি অর্থবহ নির্বাচন, কোন রাজনৈতিক দল আগামী ৫ বছরে জন্য রাস্টিয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে সেটা নির্ধারন করবে দেশের মানুষ। একক ভাবে তপশিল ঘোসনা করাটা যুক্তি যক্ত নয় বলে সবার ধারনা, মুখে মুখে গনতন্ত বললেও এটা সঠিক গনতান্তিক পন্থা নয় বলে বিবেচিত। দেশ, দেশের মানূষ এবং সম্পদের ক্ষতি সাধন করে রাস্টিয় ক্ষমতায় টিকে থাকা ও ক্ষমাতা আহরন আমাদের কাম্য নয়, আশাকরি বর্তমান আজামিস্ট সরকার প্রধান বিষয়টি নিস্পত্তির সার্থে যথাযথ ব্যবস্থা গ্রহন করে জাতিকে আসান্নিত করবে।

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File