বাঁচতে চাই কলি

লিখেছেন লিখেছেন ইসতিয়াক হোসাইন জিপু ২৩ নভেম্বর, ২০১৩, ০৮:৪৯:০৬ রাত

অৰশেষে হাসপাতাল ছাড়তে হলো কলি(১১) কে। সুবর্ণচর উপজেলার বাসিন্দা দরিদ্র পিতার দ্বিতীয় মেয়ে। চট্টগ্রাম মেডিকেলের শিশু Ward: 9 এ ভর্তি হয়েছিলো। গতকাল রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলাম। একজন কর্তব্যরত ডাক্তার বললেন এই চিকিৎসা চমেকে নেই। বিএসএমএমইউ তে আছে। এটি খুব খারাপ রোগ। বাচাঁর সম্ভাবনা খুবই কম।

চলে আসলাম। কাল বড় ডাক্তার আসলে বুঝা যাবে, দেখি ওনি কি বলে?

আজ সকালে ক্লাস করে বের হলাম, কলি কে দেখতে যাবো। যাওয়ার আগে কলির বাবা ফোন করল। আমাদের চলে যেতে বলেছে। ছিট বাতিল করেছে।

কি আর করা! কিছুক্ষণ আগে পরিচিত এক ডাক্তারে কাছে রিপোর্ট নিয়ে গেলাম। রিপোর্ট দেখে বললেন very sad। এটি প্রায় blood cancer ই। ওর রক্ত উৎপাদন বন্ধ হয়ে গেছে। নতুন কোন রক্ত কণিকা উৎপাদন হচ্ছে না। বরং কমে যাচ্ছে। bone marrow transfer করতে হবে। যা একমাত্র বিএসএমএমইউ তে আছে। সেখানে ফ্রি অপারেশন করলেও আরো দেড় লাখ টাকা লাগবে। অপারেশন সাকসেস ফুল হতেও পারে না ও হতে পারে। তবে চেষ্টা করে দেখতে পারো।

কলির বাবা মা কে জানালাম।

পারবো না ভাই। আমাদের পক্ষে সম্ভব না এতো টাকা দেওয়া। কলি কে নিয়ে তারা বাড়ি চলে গেলো। কি হৰে কলির? কেউ কি কলির পাশে দাড়াবে? অন্তত শেষ চেষ্টাটুকু করার জন্য?

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File