"হা" না "না" না
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ নভেম্বর, ২০১৩, ০৮:৪৮:২০ রাত
আমি যখন "হা" বলি
বুঝবে তুমি "না,"
আমি যখন "না" বলি
বুঝবে তুমি "হা।"
"হা" বলেছি "হা!"
বলছনা কেন "না!"
দূর ছাই তোমায় দিয়ে
কিচ্ছু হবেনা।
"না" বলেছি "না"
করে আছ "হা"
এমন কেন হাবা তুমি
বুঝতে পারছিনা।
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন