দিবাশেষে
লিখেছেন লিখেছেন অপনেয় ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪৫:০১ দুপুর
যাও যদি কোন দিন না-ফেরার পথে
যাও তুমি দৃপ্ত পদক্ষেপে
অনুভবে আনো দিবাশেষের আনন্দ কলতান
রেখো না মনে অনুতাপ অভিমান।
তোমার জীবন তোমার একক ইতিহাস
তোমার আনন্দ তোমার অশ্রু
তোমার একান্ত গোপন বেদনা
তোমার কৃত-গৌরব আর অলব্ধ বাসনা।
তোমার জীবন এক অনন্য ইতিহাস
গোধূলি লগ্নের অংশু কিরণে
অনুভবে আনো দিবাশেষের আনন্দ কলতান
গেয়ে যাও তুমি জীবনের জয়গান।
তোমার ব্যাথীত সন্তান
চোখ ভরে তুমি দেখে নাও তাকে
নাই কোনো বিদায়ের ক্রন্দন
আছে শুধু সগৌরব বিদায় সম্ভাষন।
বিষয়: সাহিত্য
১২১০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন