স্তব্ধ অকস্মাৎ
লিখেছেন লিখেছেন অপনেয় ০৬ জানুয়ারি, ২০১৫, ০৫:৫৯:২৪ বিকাল
পশ্চিম দিগন্তে এসে
জীবন অকস্মাৎ স্তব্ধ হয়
ক্লান্তির অবসাদে।
শান্তনীর জলাশয়ে
নিষ্পন্দ নিসর্গ সম্মোহিত
যে ভাবে হয় জলের মুকুরে।
কেন যে ওঠে না ঝড়
জীবনের আবহ ঝঙ্কার
বাজেনা কন্ঠে আমার।
কেন আমি এখনো এখানে
ক্ষয়িষ্ণু হয়ে থাকি
আমার স্থবির জীবনে।
বিষয়: সাহিত্য
১২৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আমি যে অবুঝ বালক
If you have the time
Please do try again!
মন্তব্য করতে লগইন করুন