কচি পদ্য-01
লিখেছেন লিখেছেন udash kobi ০৬ জানুয়ারি, ২০১৫, ০৫:৪২:৩০ বিকাল
- আহমাদ সা-জিদ(উদাসকবি)
(০১)
মনের কথা
xxxxxxxxxxxxx
যেখানে জন্মায় বিশ্বাস
ফেলি ভরসার নিঃশ্বাস
হাসি মুখে চেয়ে থাকি
ইশারায় যেন ডাকি
সেখানে স্বপ্ন দেখি
নিয়ে তার আশ্বাস।।
কখনো ফুল ফোটে
লাজ রাঙা ঐ ঠোঁটে
কখনো দূরাশার অন্ধকার
নিমেষই স্বপ্ন চুরমার
করে শুধু অবিশ্বাস।।
এইতো ভালোবাসা,
( নাকি বাসা-ভালো)
ক্ষণিকের কিছু আশা
কিছু নয়নের আলো
(০২) বাংলা ভালোবাসা
তেল মারলে সব পাওয়া যায়
সোনার বাংলাদেশে
তেল মেরেই তোমায় পেলাম
একটু ভালোবেসে।।
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছু নয়নের আলো
এটাই বোধহয় ভালোবাসা
তবে তেলের অতি ব্যবহার সম্পর্কের জন্যও হানিকরও বটে ।
মন্তব্য করতে লগইন করুন