গ্যালারির দর্শক
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ০৬ জানুয়ারি, ২০১৫, ০৫:৩৯:৩২ বিকাল
নিয়তির হ্যারিকেনে হারিয়েছি
যৌবন
মনন
সৃজন
এখন গ্যালারির দর্শক হয়ে
তোমাদের খেলাদেখা।
নিয়তি তোমাদেরকে দিয়েছে
দুনিয়া চষে বেড়াবার সনদ
আমার সনদ গ্যলারির দর্শক হওয়া।
বিষয়: সাহিত্য
৮৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন