ফিরে এসো চন্দ্রল্লিকা
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ০৬ মার্চ, ২০১৫, ১২:১৮:১২ রাত
ফিরে এসো চন্দ্রমল্লিকা
কতকাল ছুঁয়ে দেখিনি তোমায়
নেইনি কো ঘ্রাণ তোমার গা ছোঁয়া বাতাসের
যে হাত তোমাকে ছোঁয়ার জ্বালায় জ্বলে
যে চোখ তোমাকে দেখার ছলে ভাসায় সাগর জলে
তাকে কি করে এড়াবে তুমি ?
চলে যেয়োনা--
যেয়েও কি স্বস্তি পাবে ?
জ্বলবে তোমার বিটুমিন ড্রাম !
বিষয়: সাহিত্য
১১৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলছে।সাড়া দাও চন্দ্রমল্লিকা....পিলিজ।
মন্তব্য করতে লগইন করুন