'বিজ্ঞানমনষ্ক পক্ষ' আর 'বিজ্ঞানবিরোধী পক্ষ'!
লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ০৬ মার্চ, ২০১৫, ১২:৩০:০৫ রাত
ব্যক্তিগত ভাবে আমি বিজ্ঞান এবং প্রযুক্তির ভীষণ ভক্ত। নিত্য নতুন প্রযুক্তির প্রতি আমার আকর্ষণ তো আছেই। বিজ্ঞানের নতুন কোনো দিক উন্মোচিত হলে (গ্রহ, নক্ষত্র বা কোনো গ্যালাক্সি) বা মানুষের উপকারে লাগে এমন কোনো যন্ত্র কেউ আবিষ্কার করলে আমি ভীষণ এক্সাইটেড হয়ে যায়। পৃথিবীর এপার ওপার নিয়ে, মাটি বা সমুদ্রের তলদেশ নিয়ে, মাথার উপরে আকাশ এবং তারও উঁচুতে যা কিছু আছে তা নিয়ে কাউকে যখন অনর্গল কথা বলতে দেখি আমি তখন মোহাচ্ছন্ন হয়ে যায়।
বিশেষ করে কুরআনে যখন জ্ঞান-বিজ্ঞানের এতো এতো আয়াত দেখি আর তার ব্যাখ্যাগুলো বোঝার জন্য যখন হাল আমলের ডঃ জাকির নায়েকদের লেকচার শুনি, তখন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। কী অসাধারণ! বিজ্ঞান জিনিসটাই আসলে অসাধারণ! যতই বিজ্ঞান সম্বন্ধে জানি ততই আল্লাহর প্রতি বিশ্বাসের ভিতটা আরো মজবুত হয়। ব্যবসায় প্রশাসনের ছাত্র হয়েও প্রায়ই আফসোসে ভুগি, ইশ কেন যে বিজ্ঞান নিয়ে পড়লাম না! নইলে লেকচার শুনতে গিয়ে বা কোনো আর্টিক্যাল পড়তে গিয়ে বিজ্ঞানের বিভিন্ন টার্মসগুলো আরো ভালোভাবে বুঝতে পারতাম। আল্লাহকে আরো বেশী করে ভালোবাসতে পারতাম।
এখন কথা এটা না, আমার মতো বিজ্ঞান পাগল মানুষদের এখন নিজেদেরকে 'বিজ্ঞানমনষ্ক' হিসেবে পরিচয় দিতে অরুচি লাগে। জাফর ষাঁড়রা যেভাবে 'বিজ্ঞানমনষ্ক' শব্দটাকে নিজেদের একচ্ছত্র সম্পত্তি মনে করে হাউকাউ করতেসেন তাতে অরুচি না লেগে উপায় আছে? 'অভিজিৎ বিজ্ঞানমনষ্ক লেখক ছিল, তাই বিজ্ঞান বিরোধীরা তার বিজ্ঞান নিয়ে লেখাগুলো সহ্য করতে না পেরে তাকে হত্যা করেছে'। আহ, হোয়াট এ ডায়ালগ। স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি ট্যাগ ব্যবহার করে জাফর ষাঁড়রা তাদের চেতনা ব্যবসায় সুবিধা করতে না পেরে এখন নতুন ট্যাগ নিয়ে ব্যবসায় নামসেন। 'বিজ্ঞানমনষ্ক পক্ষ' আর 'বিজ্ঞানবিরোধী পক্ষ'!!! চেতনা ব্যবসায় নতুন হাওয়া লাগলো বলে, নতুন হাওয়ায় নতুন মজা। হ্যাটস্ অফ জাফর ষাঁড়, আপনি আসলেই একটা জিনিস, স্যরি জিনিয়াস। জাতিকে এইসব নতুন নতুন ধারণার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই '৭১ এ মুক্তিযুদ্ধে যোগদান না করে আপনার খাটের তলায় অবস্থানের সিদ্ধান্ত যে ঠিক ছিল তা এতোদিনে বুঝতেসি।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা মুক্তমনা হবো
কিন্তু কখনো ধর্মহীন হবো না|
ভাল লাগলো।অনেক ধন্যবাদ নিবেন।
মন্তব্য করতে লগইন করুন