রব, আজ ভুলেছি সব
লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ০২ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১২:৫১ রাত
সময় এখন সাক্ষাৎ লাভের
আপন রবের
কী তৃষ্ণা, কী আকুলতা
রবকে দেখার সুতীব্র ব্যাকুলতা
উচ্ছন্নে যাক সব অপবাদ, নিগ্রহ
প্রিয় রবের সাক্ষাতেই কেবল আগ্রহ
এসেছে অন্দরে বারতা
মাসটাও যুলহিজ্বা
রবের ঘর দেখবে আজ লাখো মুসল্লি
ও রাহবার, জান্নাতের পাখি হয়েই না হয় তুই উড়লি
বলবি তুই, বলবে এরা, আওয়াজ আজ দুনিয়ার
এদিক ওদিক দিক্বিদিক
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
(রাত ১১.০১, ০২রা সেপ্টেম্বর’১৬)
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন