প্রিয় রাসূল

লিখেছেন লিখেছেন ব্লগারনির্ভীক ০২ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৫০:১৬ সন্ধ্যা



তুমি আমার প্রিয় রাসূল

তোমার প্রেমে আমি আকুল

তাই হয়েছি মশগুল।

তুমি আমার প্রিয় রাসূল

যে তোমার প্রেমে পরেনি

সে করেছে বড় ভূল।

দুনিয়া থেকে বিদায়ের পরে

কেয়ামতের কঠিন সময়ে

দিতে হবে তারই মাশুল্

তুমি আমার প্রিয় রাসূল

দিয়েছ ইসলামের দাওয়াত

শিখিয়েছ ইসলামের রুল।

তোমার প্রেমে পাগলপারা

সকল মানবকুল

ইসলামের বাণী পৌছে দিতে

সবাই এখন ব্যাকুল।

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File