আসুন ব্যাচেলররা সবাই এক সাথে সকলে মিলে বাসা ছেড়ে দেই?
লিখেছেন লিখেছেন ব্লগারনির্ভীক ০৩ আগস্ট, ২০১৬, ০৮:১৭:০৮ রাত
ব্যাচেলর শব্দটি কেমন জানি আনকোরা টাইপের মনে হয়। শিশু থেকে বৃদ্ধ সকলকেই জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় ব্যাচেলর তকমা নিয়ে অতিবাহিত করতে হয়। আজকাল ব্যাচেলররা অত্যধিক মাত্রার নির্যাতনের শিকার যা সচেতন সমাজের কাছে কোনভাবেই গ্রহনযোগ্য নয়। বিশেষ করে বাড়ী ভাড়া পাওয়ার ক্ষেত্রেতো অনেক ভোগান্তির স্বীকার হতে হয় এটা আর নতুন কিছু নয় আদিকাল হতে চলে আসছে। কিন্তু সঠিকভাবে অনুসন্ধান করলে পাওয়া যাবে ভাড়াটিয়াদের একটি বড় অংশ ব্যাচেলর। রাজধানী ঢাকার কথাই যদি চিন্তা করি তাহলে এই চিত্র পাওয়াটা অস্বাভাবিক না কারন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ছোটখাটো সরকারি বেসরকারি লেভেলে ব্যাপক প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে যারা পড়াশুনা করে কিংবা যারা সদ্য পড়াশুনা শেষ করেছে অথবা নতুন কিছুদিন হল চাকুরীতে জয়েন করেছে এরাই ব্যাচেলর সমাজ। রাষ্ট্র সমাজ কিংবা পরিবার কোনভাবেই ব্যাচেলরদের দায় এরাতে পারেনা। একটি বাসার ভাড়া যদি ৮/৯ হাজার টাকা হয় ব্যাচেলররা নিতে চাইলে সেই ভাড়া গিয়ে ১০/১২ হাজার টাকা হয়ে যায়। বাড়ীওয়ালা নামক মুনাফালোভী কসাইরা কোনভাবেই ব্যাচেলরদের যেন সহ্য করতে পারেনা ঠুনকো কোন বিষয়ে বাসা ছেড়ে দিতে বলে। আর এখনতো শুরু হয়েছে জঙ্গি তকমা যার কারনে আত্মীয়সজন থেকে পরিবার সকলের কড়া নজরে ব্যাচেলর সমাজ। এতে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে অনেক ক্ষেত্রে। বাড়ীওয়ালারাতো এখন অযথাই বের করে দিচ্ছে ব্যাচেলরদের বাসা না ছাড়তে চাইলে জঙ্গি বলে পুলিশে দেওয়ার হুমকি দিচ্ছে সাথে আছে পুলিশের চাঁদাবাজি ক্ষমতাসীনদের ভয়ভীতি। রাজধানীর বুকেও ঠাই নেই ব্যাচেলর সমাজের তারা যাবে কোথায়??? তাই বাড়ীওয়ালাদের বলছি কিছুকাল আগে তোমরাও ছিলে এই ব্যাচেলর সমাজে এদের দুঃখ তোমাদের অনুভব করতে হবে। নয়তো ব্যাচেলরদের প্রতি আহ্বান বাড়ীওয়ালাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছুদিনের জন্য হলেও আমরা এক সাথে সকলে মিলে আসুন ব্যাচেলররা সবাই বাসা ছেড়ে দেই।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন