মুহাম্মদ দেইফ - আমার আইকন

লিখেছেন লিখেছেন আবদুল্লাহ রাসেল ১২ অক্টোবর, ২০১৫, ০২:২৫:৪৩ দুপুর

আমি সবসময় আইকন খুঁজি। কারণ জীবনে চলতে গেলে শুধু কিতাবনির্ভর হলে হয় না, ফলো করার মতো আইকন লাগে। দুনিয়া থেকে চলে গেছেন এমন অনেকেই আমার আইকন। কিন্তু জীবিতদের মধ্যে কারা হবেন আমার আইকন? আমি কাদেরকে ফলো করব? বা ফলো করা উচিৎ? এইসব প্রশ্নের উত্তরে সব সময়ের জন্য আমি একটা সংজ্ঞা নির্ধারণ করে নিয়েছি। আমার আইকনের সংজ্ঞাটা হচ্ছে এই-

''যাকে দেখলে আমার আল্লাহকে স্মরণ হবে, যার কথা শুনলে আমার নড়বড়ে ঈমান শক্তিশালী হবে, রাসূল সাঃ ও সাহাবাদের জীবন যাপন চোখে ভেসে উঠবে, যাকে তাঁর শত্রুরা প্রচণ্ড ভয় করবে, সবসময় তাঁকে নিয়ে তটস্থ থাকবে। যার সাহসিকতার কথা শুনে বুকের ভেতরটা অসম্ভব রকম সাহসিকতায় ভরে যাবে। যার জীবন যাপন হবে সাধারণ। যিনি প্রচণ্ড ধৈর্যশীল হবেন কথা এবং কাজে। তাঁকে নিয়ে রচিত প্রতিটি লাইন পড়লে নিজের মুখ দিয়ে শুধু দুটি শব্দই বেরিয়ে আসবে, আর তা হচ্ছে ‘আল্লাহু আকবার’।''

ব্যস, এই হচ্ছে সংজ্ঞা। এই ক্রাইটেরিয়াগুলো আছে এমন যে কাউকে আইকন মেনে নিতে আমি প্রস্তুত। তিনি যেই দেশেরই হোক না কেন। এইসব ক্রাইটেরিয়া সমৃদ্ধ আমার আইকন এমন অনেকেই এখনো বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ্‌। একজন অবশ্য গত ২৩শে অক্টোবর দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমার আইকনের তালিকায় সম্প্রতি আরেকজন যুক্ত হয়েছেন। তিনি অবশ্য এই দেশের নন, ফিলিস্তিনের। নামঃ মুহাম্মদ দেইফ। ইসরাইলের মূর্তিমান আতংক। যে ব্যক্তি ইসরাইলের আতংকের কারণ হয় সেই ব্যক্তি কোন মাপের, তা নিশ্চয় আমাকে আর নতুন করে ব্যাখ্যা করতে হবে না। অবশ্য তাঁকে নিয়ে কিছু লেখার যোগ্যতাও আমার নাই। তাঁর জন্য শুধু দুয়া করি। বাইতুল মুকাদ্দিস পুনরুদ্ধার করে আল্লাহ্‌ তাঁকে যেন জীবিত অবস্থায় দেখিয়ে দেন। আমীন।

তাঁকে নিয়ে জানতে পড়ুনঃ

যে যোদ্ধার ভয়ে আতঙ্কে থাকে ইসরাইল

বিষয়: বিবিধ

১৫৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File