ধর্ম এবং হৃদয়ক্ষরণ
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৩৩:৪২ রাত
স্রষ্টার ব্ন্ধনার অপর নাম রবি ঠাকুরের গীতাঞ্জলী । টলস্টয় যখন মারা যান তখন তার কোটের পকেট থেকে নবী মুহাম্মদ( সা ) এর হাদিস বেরিয়ে এসেছে ! সাহিত্য বিজ্ঞান রাজনীতিসহ সকল ক্ষেত্রে যাঁরা উৎকর্ষের চরম শিখরকে স্পর্শ করেছেন তাদের কেউই ধর্ম বিদ্বেষী ছিলেন না । ধর্মের প্রতি যত রাগ-ক্ষোভ এক শ্রেণীর মিডলপয়েন্ট সাধকদের বিশেষ করে কবি-লেখকদের যারা -একটা পর্যায়ে যেয়ে কনফিউজ হয়ে যায় আর যাওয়ার সাধ্য নেই বলে । ধর্মের ঔদার্যের মাঝে নিজের অংশগ্রহনের যোগ্যতা নেই বলে এরা ধর্ম এবং ধর্মীয় ব্যক্তিত্বদের কে আঘাত করে গণ মানুষের হৃদয়কে রক্তাক্ত করে। দুটি কারনে তারা এটি করে থাকে-প্রথমত,পরিচিত অর্জন দ্বিতীয়ত, গণধোলাই খাওয়ার অভিলাষ !
পৃথিবীতে যতটুকু মানবিক মূল্যবোধ প্রেমবোধ আছে তার সবটুকু ধর্মেরই অবদান । মনীষীরা এ সহজ বোধকে হৃদয়ে ধারণ করতেন বলেই তাঁরা ধর্ম বিদ্বেষী ছিলেন না ।
বিষয়: বিবিধ
১২৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন