তুমি আমি যদি হই

লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ২৭ মার্চ, ২০১৫, ০৯:৪৮:৪০ রাত

রূপালি প্রান্তর

তার প’রে সবুজের আস্ফালন

তার প’রে অন্তিম সূর্যকিরণ

মুক্ত জানালা

সবুজের সমারোহ

তার প‘রে কুয়াশার চুম্বন

তুমি যদি অরুণাভা হও

আমি হই শষ্যবরণ

তুমি যদি হও সবুজ বনানী

আমি তবে কুয়াশার আস্তরণ

বিষয়: সাহিত্য

১২৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311365
২৭ মার্চ ২০১৫ রাত ০৯:৫৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তুমি হলে আমি হবো এরকমটা না বলে বলেন আমি হলে তুমি হবে।
২৩ এপ্রিল ২০১৫ রাত ১১:৫২
257691
নাজমুল আহসান লিখেছেন : আপনার কি ইগো সমস্যা আছে ?আমি যদি নিজেকে ভালবাসার কাছে নিবেদন করি তবে অপজিট পার্সনও নিজেকে নিবেদন করবে এটাই ভদ্রতা এবং ভালবাসা
311380
২৭ মার্চ ২০১৫ রাত ১১:৪২
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওই ভাই আস্তেছে গরম, সে ঘাম হলে আপনি হবেন????
311402
২৮ মার্চ ২০১৫ রাত ০১:০৯
আবু জান্নাত লিখেছেন : Give Up Give Up Give Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File