বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায় বিশ্ব ##ওবায়দুল্লাহ সোহেল ## ======================
লিখেছেন লিখেছেন ওবায়েদ উল্লাহ সোহেল ২৭ মার্চ, ২০১৫, ০৯:১০:৩৩ রাত
বাংলাদেশকে গণতান্ত্রিক
দেশ হিসেবে দেখতে চায় বিশ্ব
==================
বিশ্ব সম্প্রদায় বাংলাদেশকে
একটি শক্তিশালী গণতান্ত্রিক
দেশ হিসেবে দেখতে চায় বলে
মন্তব্য করেছেন জাতিসংঘের
ডেপুটি সেক্রেটারি
জেনারেল জেন এলিসন।
.
নিউইয়র্কে দেশের শীর্ষস্থানীয়
দৈনিক প্রথম আলো’র সঙ্গে
আলাপকালে তিনি এ অভিমত
ব্যক্ত করেন।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবস
উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায়
জাতিসংঘ বাংলাদেশ
কার্যালয়ে কূটনীতিবিদদের
মিলনমেলা বসে। জাতিসংঘে
কর্মরত কূটনৈতিক প্রতিনিধিরা
সেখানে যান।
.
জাতিসংঘে নিযুক্ত
বাংলাদেশের স্থায়ী
প্রতিনিধি এম এ মোমেন এবং
তার স্ত্রী সেলিনা মোমেন
আমন্ত্রিত অতিথিদের স্বাগত
জানান।
.
জাতিসংঘের ডেপুটি
সেক্রেটারি জেনারেল জেন
এলিসন কেক কেটে
আন্তর্জাতিক এই মিলনমেলার
উদ্বোধন করেন।
.
অনুষ্ঠানে তিনি বলেন,
বাংলাদেশ জাতিসংঘের
অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র।
জাতিসংঘ সনদ বাস্তবায়ন,
মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও
বিশ্বশান্তি সংরক্ষণে
বাংলাদেশ বিশ্বের কাছে
রোলমডেল হয়ে উঠেছে।
.
অনুষ্ঠানের ফাঁকে প্রথম আলোর
সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে কথা
বলেন জাতিসংঘের ডেপুটি
সেক্রেটারি জেনারেল।
.
তিনি বলেন, বাংলাদেশের
মানুষই দেশটির ভবিষ্যৎ নির্ধারণ
করবে।
.
বিশ্ব সম্প্রদায় বাংলাদেশকে
একটি শক্তিশালী গণতান্ত্রিক
দেশ হিসেবে দেখতে চায় বলে
উল্লেখ করেন এলিসন।
.
সব দল ও মতকে ধারণ করে,
পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখিয়ে
গণতন্ত্রের পথে বাংলাদেশের
অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে
বলে জাতিসংঘের তিনি আশা
প্রকাশ করেন।
.
নিউইয়র্কে অবস্থানরত প্রবাসী,
মুক্তিযোদ্ধা কমিউনিটি
নেতারা, সাংবাদিক,
সংস্কৃতিকর্মীরা স্বাধীনতা
দিবসের এই অনুষ্ঠানে যোগ দেন।
উৎসঃ আরটিএনএন
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন