ডেকোনা

লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ০৪ মার্চ, ২০১৫, ০৯:০৬:৫০ রাত

অমন করে ডেকোনা

করোনা স্মৃতিচারণ

ছিঁড়ে দিব বৃত্তের গ্রন্থি

প্রতিশ্রুতির মূলে দিব কুঠোরাঘাত

নির্লজ্জ হব-করবো বেহায়াপনা

কলংকের বল্কল পরিয়ে দিব তোমায়

শুধরে যাও শুধরে দাও

ভুলে যাও ভুলিয়ে দাও

মুছে দাও চন্দ্রিমা রাতের ইতিহাস

ধুয়ে দাও চন্দ্র মল্লিকার ভালবাসার শেষ চিহ্নটুকু

তিনটি ফটকের দুটিইতো বন্ধ করে দিয়েছো

নিজ হাতে নিঠুর হাতে

নেংরামি সইতে পারোনা বলে

একটি কেবল রয়েছে খোলা

কেন উঁকি দাও সেখানে !

নিচে নামার দৃশ্য দেখে দীর্ঘশ্বাস ছাড়বে বলে ?

বিষয়: সাহিত্য

১৩৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File