দেখা হয় নাই চক্ষু মেলিয়া - ১ (৩০টি অদেখা ছবি)
লিখেছেন লিখেছেন এলিট ০৪ মার্চ, ২০১৫, ০৬:৩৫:১৩ সন্ধ্যা
আমাদের আশেপাশের অনেক জিনিস আছে যেগুলো আমরা যেমন দেখি আসলে সেটা দেখতে তেমন নয়। কারন আমাদের চোখ ছোট জিনিস দেখতে পারে না। অনুবিক্ষন যন্ত্র এর সাহায্যে জিনিসগুলির আসল চেহারাটা দেখা যায়। এমন কয়েকটি জিনিসের ছবি দেখুন। উপরের ছবিটি মানুষের বৃদ্ধাঙ্গুলের ছবি যা দিয়ে আঙ্গুলের ছাপ বা টিপ সই দেওয়া হয়। আপনাদের ডাউনলোডের সুবিধার্থে ছবিগুলো ছোট করে দেওয়া হয়েছে। প্রতিটি ছবির নীচে রয়েছে বর্ননা।
বল পয়েন্ট কলম
দুই টুকরো করে কাটা কলা
মানুষের দাড়ি - প্রথমটি ব্লেড দিয়ে শেভ করা। দ্বিতীয়টি ইলেকট্রিক রেজার দিয়ে শেভ করা
মৌমাছির মুখ
ইঞ্জেকশনের সুইয়ে লেগে থাকা রক্ত
সেলাইয়ের সুই এর আগায় একটি রক্তের কনিকা
প্রজাপতির চোখ
ক্যন্সার এর কোষ
সিডি - সিডি এর আয়নার মত স্বচ্ছ তলাতে আসলে এমন খাদ কাটা থাকে
মাছির মাথা - অর্ধেকটাই চোখ
কাপড় - ফুটবল খেলোয়াড়ের জার্সি
ঘাস
মানুষের রক্তের লোহিত কনিকা
মানুষের চোখ - উপরের কালো অংশটি চোখের মনি
মানুষের চোখের পাপড়ি
মানুষের আঙ্গুলে নখ
মানুষের (পুরুষ) শুক্রানু
মানুষের জিহবা এর উপরিভাগ।
এল সি ডি স্ক্রিন - টিভি, কম্পিউটার বা মোবাইলের স্ক্রিন
গাছের পাতা - কার্পেটের মতন মোটা দেখাচ্ছে
মানষের চুলে উকুনের বংশ
জীবন্ত মানুষের মস্তিস্ক
টিকটিকির পা
মাকড়শার পেট
মশার মাথা
সুই ও সুতা
সমুদ্র সৈকতের বালুকনা - খালি চোখে বালুকনা সব দেখতে একই রকমের মনে হয়। কিন্তু আসলে প্রত্যেকটি কনার আকার ও রঙ ভিন্ন
টুথব্রাশ - মাত্র একবার ব্রাশ করার পর
তুষার কনা- তুষারপাত হয় এমন অঞ্চলে যারা গিয়েছেন বা আছেন তারা জানেন, খুব ছোট হালকা তুষারের কনা বৃস্টির মতন পড়ে। এই কনাগুলো যে এত সুন্দন ডিজাইনের তা না দেখলে বোঝাই যেত না।
এক ফোটা সমুদ্রের পানি - এক ফোটা পানির মধ্যে কতকিছু আছে। কতগুলি প্রানী আছে। না জানি পুরো সমুদ্রের পানিতে কি আছে। সত্যই, চোখের সামনে থাকলেও আমরা কত কিছুই দেখতে পাই না।
বিষয়: বিবিধ
৪৭৭৬ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না জানি তাহলে তুমি কত সুন্দর!!
কত সুন্দর!!
সুবহানাল্লাহ!!!
সুবহান আল্লাহ !! অসাধারণ ..... সিম্পলি অসাধারণ !!!!
অসম্ভব ধন্যবাদ শেয়ার করার জন্য।
আল্লাহ হু আকবর।
শুকরিয়া!
অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ
তুষার কণার নক্সাতেও তেমন বৈচিত্র আছে;প্রতিটা ইউনিক, আনাইডেন্টিকাল! সুবহানআল্লাহ!
নির্বাচিত পোষ্টে অভিনন্দন।
অন্ধ চোখ খুলে দেবার প্রচেষ্টার জন্য শুকরিয়া-
অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
সুবহানাল্লাহ! অসাধারন লেগেছে!
আপনাকে যাযাকুমুল্লাহ খাইরান।
মন্তব্য করতে লগইন করুন