শকুনের ওড়াওড়ি
লিখেছেন লিখেছেন নাজমুল আহসান ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১৪:৪৪ রাত
শিক্ষিত দুর্নীতিবাজ হয়ে এসোনা
বরং অল্প শিক্ষিত বিশ্বাসী হয়ে এসো
এসোনা বিপজ্জনক শিল্পি হয়ে ও
তারচে সরল পথের যাত্রি হয়ে এসো
শিল্পের হাটেও তো শকুনের ওড়াওড়ি
দালালি আর দলবাজি
তারচে বরং আস্থা এবং
বিশ্বাস নিয়ে এসো--
এ সমাজ হবে সভ্যতা আর ভালবাসার
আস্থা এবং বিশ্বাসের
বিষয়: সাহিত্য
১৩৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন