আঙ্গুলের অগ্রভাগ কেটেও লিখলাম আজ তোমাকে
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৬ মার্চ, ২০১৫, ১২:০৯:২৬ রাত
আঙ্গুলের অগ্রভাগ কেটেও লিখলাম আজ তোমাকে
আঙ্গুলের অগ্রভাগ কেটেও লিখলাম আজ তোমাকে
পারভীন সুলতানা
স্বাধীনতা ,
তুমি হয়ে গেছো শোষিত, অরক্ষিত ওপরাধীন,
পুতুলের মায়ের হাতের কংকনের তাকধীনাধিন ,
সন্তান স্বাধীনতা পেয়ে করে যাচ্ছে ধর্ষনের সেঞ্চুরী,
মন্ত্রীরা স্বাধীনতা পেয়ে মুখে ঝরাচ্ছে মিথ্যার ফুলঝুরী।।
মা স্বাধীনতা পেয়ে প্রতিবেশির সাথে প্রেমেমত্ত,
বাবা স্বাধীনতা পেয়ে দিদির পরোকীয়ায় উত্তপ্ত,
ছেলে হাবারাম স্বাধীনতা পেয়ে নেশার ঘোরে সুপ্ত ,
মেয়ে স্বাধীনতা পেয়ে বজ্জাত ছেলেদের মনে আনে বসন্ত ।।
প্রশাসন স্বাধীনতা পেয়ে করছে বেহিসাবী দূর্নীতি
পুলিশ স্বাধীনতা পেয়ে করছে জনগনের জানমালের ক্ষতি
স্বাধীনতা হারায়ে মানুষের আস্তা নেই সরকারের প্রতি
তুমি মাদের করেছ সন্তান হারা, বোনরা হারাচ্ছে পতি।।
স্বাধীনতা
তুমি কেড়ে নিচ্ছ প্রান আর লাস ঝুলছে কাটাতারে,
বেপর্দা্র শ্লোগান দিয়ে ইফটিজিং ধর্ষন করলে বোনটারে,
বিনামুল্যে সার আর দশ টাকার চাল দিলে না তুমি জনতারে,
ক্রসফায়ার গুম জেলজুলুম খেটেও বাচাতে পা্রে না গলাটারে।।
স্বাধীনতা, আমি অনেক বেশি ভালবাসি তোমাকে ,
দ্বীন কায়েমের তরে জীবন দিয়েও সুরক্ষিত রাখব তোমাকে,
শাহাদাত আঙ্গুলের অগ্রভাগ কেটেও লিখলাম আজ তোমাকে,
শাহাদাতের তামান্নায় নাচে মন তাই ব্যাথার স্মরন তোমাকে।
হে প্রভু !দয়াময় শুন মোর ফরিহাদ,প্রশান্ত আত্তাদের সাথে
কালির অক্ষরে নয় রক্তের খোচায় আমার নামটা লিখে নাও।
মরনের মাঝে পাব তোমারে, তাই শহিদী মরন দিও আমারে,
তাতে আমি থাকব অনন্তকাল জান্নাতুল ফেরদাউসের বাগানে।
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগলো।
অনেক অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন