আঙ্গুলের অগ্রভাগ কেটেও লিখলাম আজ তোমাকে

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৬ মার্চ, ২০১৫, ১২:০৯:২৬ রাত

আঙ্গুলের অগ্রভাগ কেটেও লিখলাম আজ তোমাকে



আঙ্গুলের অগ্রভাগ কেটেও লিখলাম আজ তোমাকে

পারভীন সুলতানা

স্বাধীনতা ,

তুমি হয়ে গেছো শোষিত, অরক্ষিত ওপরাধীন,

পুতুলের মায়ের হাতের কংকনের তাকধীনাধিন ,

সন্তান স্বাধীনতা পেয়ে করে যাচ্ছে ধর্ষনের সেঞ্চুরী,

মন্ত্রীরা স্বাধীনতা পেয়ে মুখে ঝরাচ্ছে মিথ্যার ফুলঝুরী।।

মা স্বাধীনতা পেয়ে প্রতিবেশির সাথে প্রেমেমত্ত,

বাবা স্বাধীনতা পেয়ে দিদির পরোকীয়ায় উত্তপ্ত,

ছেলে হাবারাম স্বাধীনতা পেয়ে নেশার ঘোরে সুপ্ত ,

মেয়ে স্বাধীনতা পেয়ে বজ্জাত ছেলেদের মনে আনে বসন্ত ।।

প্রশাসন স্বাধীনতা পেয়ে করছে বেহিসাবী দূর্নীতি

পুলিশ স্বাধীনতা পেয়ে করছে জনগনের জানমালের ক্ষতি

স্বাধীনতা হারায়ে মানুষের আস্তা নেই সরকারের প্রতি

তুমি মাদের করেছ সন্তান হারা, বোনরা হারাচ্ছে পতি।।

স্বাধীনতা

তুমি কেড়ে নিচ্ছ প্রান আর লাস ঝুলছে কাটাতারে,

বেপর্দা্র শ্লোগান দিয়ে ইফটিজিং ধর্ষন করলে বোনটারে,

বিনামুল্যে সার আর দশ টাকার চাল দিলে না তুমি জনতারে,

ক্রসফায়ার গুম জেলজুলুম খেটেও বাচাতে পা্রে না গলাটারে।।

স্বাধীনতা, আমি অনেক বেশি ভালবাসি তোমাকে ,

দ্বীন কায়েমের তরে জীবন দিয়েও সুরক্ষিত রাখব তোমাকে,

শাহাদাত আঙ্গুলের অগ্রভাগ কেটেও লিখলাম আজ তোমাকে,

শাহাদাতের তামান্নায় নাচে মন তাই ব্যাথার স্মরন তোমাকে।

হে প্রভু !দয়াময় শুন মোর ফরিহাদ,প্রশান্ত আত্তাদের সাথে

কালির অক্ষরে নয় রক্তের খোচায় আমার নামটা লিখে নাও।

মরনের মাঝে পাব তোমারে, তাই শহিদী মরন দিও আমারে,

তাতে আমি থাকব অনন্তকাল জান্নাতুল ফেরদাউসের বাগানে।

বিষয়: বিবিধ

১৩৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307457
০৬ মার্চ ২০১৫ রাত ০১:৪৪
অষ্টপ্রহর লিখেছেন : আমীন।
ভাল লাগলো।
অনেক অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য।
০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১১
248892
সত্যলিখন লিখেছেন :

307492
০৬ মার্চ ২০১৫ দুপুর ০২:০৩
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১১
248891
সত্যলিখন লিখেছেন :

307532
০৬ মার্চ ২০১৫ রাত ১০:৩৩
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১১
248890
সত্যলিখন লিখেছেন :

307550
০৬ মার্চ ২০১৫ রাত ১১:৪০
আবু জান্নাত লিখেছেন : ওহ! ফেন্টাষ্টিক। হেব্বী লাগছে, খুব সুন্দর কবিতা আপু। কত সময় লাগছে গো এটা তৈরী করতে? সত্যিই দারুন হয়েছে। সালাম রইল।
০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১১
248889
সত্যলিখন লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File