প্রেয়সীর একাকিত্ব ভাবনা

লিখেছেন লিখেছেন অপনেয় ১৬ জানুয়ারি, ২০১৫, ০৬:৫৮:৪৫ সন্ধ্যা

প্রেয়সী-

একাকিত্বের বাসনা যদি জাগে মনে

নিবিড় কোন শান্তির সন্ধানে -

নিরালার নিরাশ্বাসে যদি না হও

উপদ্রুত-

তোমার নীরবতা হবেনা অসংগত।

কী আছে তোমার মনে লেখা

বুঝবে কী ভাবে - যদি না হয়

বিজনে নিজের সাথে দেখা।

নিজের সাথে নিজের নতুন পরিচয়

নতুন জীবনে

আসবে আবার নতুন সময়।

ভালো থেকো এই প্রার্থনায়

আর শুভকামনায় সকল সময়।

বিষয়: সাহিত্য

১৩১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300430
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
অনেক পথ বাকি লিখেছেন : তারা সবসময় ভালোই থাকে। শুধু থাকি না আমরা Broken Heart
300437
১৬ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৪৩
রুপসী বাংলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File