অনুস্মৃতি
লিখেছেন লিখেছেন অপনেয় ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪০:১২ দুপুর
ফাগুনের ক্ষীণ স্রোত, দামোদর নদী
তুমি এক স্বরচিত সপ্তপদী
শ্রাবণের উচ্ছ্বসিত স্রবন্তীর মুক্ত বাঁধন
বরষার উত্তাল উন্মত্ত প্লাবন।
আমার শৈশব, আমার চারণভূমি
এখনো ভুলিনি আমি
বিস্তীর্ন উত্তপ্ত বালুকা প্রান্তর
তুমি তো আমারই অন্তর।
শিশুর মুখের অস্ফূট বুলি
ভেসে আসে স্মৃতিগুলি
স্খলিত পদস্পর্শের শব্দতরঙ্গে
সঞ্চারিত দেহের অঙ্গে অঙ্গে।
আজ সে আমার হৃদয়ের রঙতুলি
এঁকে যাই ছবি, এঁকে যাই আমি
ঘণ অরণ্যের সুদর্শন বুলবুলি
অপেক্ষমান আমারই কৃষ্ণকলি।
ষড়্ঋতু দামোদর নদী
তুমি এক স্বরচিত সপ্তপদী
হারানো শৈশব - ভালোবাসা প্রীতি
তুমিই আমার একক অনুস্মৃতি।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন