মেয়ের শাসন
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ০৮ ডিসেম্বর, ২০১৪, ০২:২৯:৩৬ দুপুর
আমার মিষ্টি মেয়ে ফারিহা তাবাসসুম মায়া।
আমাকে বললো সে নাকি অনেক বড় হয়েছে।
তাকে এখন বোরকা পরা লাগবে। সে কি! বায়না।
ব্যাস! না দিয়ে যায় কোথায়?
তাইতো তাকে তার পছন্দ মত বোরকাটি গিফট দিলাম।
বাহ! শুরু হয়ে গেল তার দিদিমনির মত এ্যাক্টিং।
মাঝে মাঝে আমাকে এখন সে মায়ের মত শাসনও করে!!!
কারণ?
আমি যে তাকে আম্মু ডাকি, আর মায়েতো ছেলেকে শাসন করতেই পারে। নাকি???
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মায়া মামণিকে সালাম, অভিনন্দন, দোয়া ও অনেক আদর জানাবেন আমাদের...
আল্লাহ মামনিকে নেক হায়াত দান করুন ও নেক বান্ধী হওয়ার তৌফিক দান করুন । আমীন ।
হুম আপু,কথা কিন্তু মিথ্যা না আপনার। আল্লাহ মামনিকে নেক হায়াত দান করুন সেই সাথে কম দুষ্টু ও নেক বান্দী হওয়ার তৌফিক দান করুন । আমীন ।
মন্তব্য করতে লগইন করুন