এখানে বসন্ত নেই
লিখেছেন লিখেছেন অপনেয় ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪০:২৪ সকাল
শীতার্ত বুনো গাছগুলো
অসহায় পত্রহীন শ্রীহীনতায়
দাঁড়িয়ে থাকে বসন্তের প্রতিক্ষায়
দেখে এমনই যেন মনে হয়।
সামনের সবুজ ঘাসগুলো
আংশিক ঢাকা হাল্কা তুষারে
যেন বৃষ্টির অপেক্ষায়।
এখানে ঘন বৃষ্টি নেই
যেমন দেখা যায় আমাদের আষাঢ়ে।
তুষার আকাশের পানে তাকিয়ে থাকে
বৃষ্টিকে বুকে নিয়েই আহ্লাদে গলে যাবে
গাছের পাতাগুলো আবার গজিয়ে উঠবে
ওদের জন্য বসন্ত আবার আসবে।
কিন্তু এখানে আমার বসন্ত নেই।
এখানের কোন গ্রামীণ পথে
অহরহ যেতে
পড়েনা চোখে সরষের ক্ষেতে
হলুদ ফুলের ঢেউ।
এখানে রজনীগন্ধা নেই।
এখানে আমার বসন্ত নেই।
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন