প্রতীক্ষা
লিখেছেন লিখেছেন অপনেয় ২৮ ডিসেম্বর, ২০১৪, ০৬:১৪:৩৩ সন্ধ্যা
যাওয়া হয়নি আর ওপথে
দেখাও হয়নি তোমার সাথে।
বলোনি 'আবার এসো'
যে ভাবে সেদিন বলেছিলে
'একটুখানি বসো'।
চিঠি লিখতে চাইনি বলেই লেখা হয়নি
তোমার স্মৃতি মন থেকে মুছে যায়নি।
এই সব ভাবনা - টুকরো কাগজের
স্বেচ্ছাচারিতায় এলোমেলো হয়ে যায়।
জোড়াতালি দিয়ে কখনো বা কবিতায়
ভালোবাসার এক উদ্ভ্রান্ত রূপ নেয়।
এভাবেই প্রতীক্ষায় দিন কেটে যায়।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চিঠি লিখতে চাইনি বলেই লেখা হয়নি
তোমার স্মৃতি মন থেকে মুছে যায়নি।
মন্তব্য করতে লগইন করুন