বাংলাদেশ হয়ে গেছে মিনিকারাগার।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৬ জানুয়ারি, ২০১৫, ০৭:২৬:১৩ সন্ধ্যা





হে পরওয়ার, কবুল কর

এই মজুলুমের ফরিহাদ।

তোমার তরে তুলেছি আমি

মোর শুন্য দু'খানা হাত।

কবুল কর নাও গো হে প্রভু!

পাপী গোলামের হৃদয়ের ডাক

সইতে পারছি না আর মজলুম

অসহায় স্বজনহারাদের আর্তনাথ ।

তোমার পথে চলছি মোরা

এই কি মোদের অপরাধ?

মজলুম হয়ে সই্তে হবে

জুলুম নির্যাতন অপবাদ।

কত তৌহিদী সৈনিকের

বুকের তাজা রক্ত ঝরালে

দ্বীন কায়েম হবে বাংলায়।

যত যাতনা যত অপমান

তাতেও নেই কোন অভিমান,

প্রিয়জনরা নির্যাতনের স্বীকার,

স্বৈরাচারের জেল জুলুম হত্যা গুমে

বাংলাদেশ হয়ে গেছে মিনিকারাগার,

পতাকার বুক শহিদের রক্তে একাকার।

গোলাবারুদ গুলির শব্দে বুক করে দুপদুপ

ইসলাম ধ্বংসের তরে হায়নারা ছুটছে।

ঈমানের দাবী মানে যদি কোরবানী হয়

তাতেও নেই মোদের কোন দুঃখ আফসুস।,

আল্লাহ তাতেই থেকো মোদের উপর সন্তুষ ।

ঈমানী এলেমী আমোলী শক্তি দাও

তাগুতের সাথে লড়তে ঈমানী দৃঢতা দাও

দ্বীনের পথে চলার জন্য সাহসী চিত্ত দাও

যেন কোরানের বিধান কায়েম করতে পারি

সকল ব্যাথা ভুলে যাব সোনালী সমাজ এনে দাও

নয়ত দ্বীন কায়েমের তরে শহিদী মরন মোদের দাও

এই মজলুম গোলামের সকল ফরিহাদ কবুল করে নাও ।

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300428
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
অনেক পথ বাকি লিখেছেন : সেদিন আর বেশী দুরে নয়। এই জমিন একদিন মুক্ত হবে শকুনের কালো থাবা থেকে।
২০ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫৮
243377
সত্যলিখন লিখেছেন : মানুষ দুনিয়ার সুখে বসবাস করার
উপযোগী সাজসরঞ্জাম
সংগ্রহে ব্যস্ত থাকে ৷ কিন্তু
দুনিয়া সবসময় তাকে এখান
থেকে বের করে দেয়ার জন্য
ব্যস্ত থাকে ৷
________(হযরত আবু বকর রাঃ)
300439
১৬ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা এখন সেই অপেক্ষায়
২০ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৪
243378
সত্যলিখন লিখেছেন : তুমি ধৈর্যশীল ও
পরোপকারী হবে এতে তোমার অর্থ সম্পদ ও
মান মর্যাদা বৃদ্ধি পাবে
___আত্তার (রহ.)
300485
১৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:২৮
কাহাফ লিখেছেন :
মহান আল্লাহর কাছে নির্যাতিত বান্দার করুণ আর্তি- রক্ষা কর খোদা এ জুলুম থেকে!!!
২০ জানুয়ারি ২০১৫ রাত ০১:১০
243379
সত্যলিখন লিখেছেন : মৃত্যু এসে যখন মাথায় হাত রাখে,
তখন বাদশাহ ফকির উভয়েই সমান হয়ে যায়,
কাউকে পার্থক্য করা যায় না।
____________________ শেখ শাদী (রহঃ)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File