তসলিমা তুমি কি মা হাওয়াকে চেন ? তনার জন্য
লিখেছেন লিখেছেন সেলাপতি ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৩:২৬:৫৯ দুপুর
লিপিষ্টিকে লাল কর ঠোট তোমার দুখানি
চোখ দেখে বুঝা যায় নারীত্বের লাকানী
দেখেছি ঝরনার মতো হেসে উঠতে
তুমিও তো কাজল দাও নারিদের মতো ।।
অথচ মুখে বলো কেবলই
হতে যদি পুরুষের মতো ।।
রাত্রের জালায় রথি টানে ছুটে যাও
পুরুষের দুয়ারে ।।
দুই জনে এক হয়ে কেটে কুটে
ভোগ কর উহারে ।
ফেসিয়াল ভবকাট চুল রং মাস শেষে
মাস শেষে নিয়মে ।
কার তরে সাজো সব ?
কোন স্মৃতি তোমার ঐ শিয়রে ?
পরদোষ আর নয় লাজের মুখ খানি
ঘৃনা নয় ভালবাসায় জয় হবে সংঘাত উতরে ,
ভেবে দেখে আজকেরে স্মৃতির অতিতে
পুরুষেরে ঘৃনা কর তবু তুমি খুশি কেন পুত্রে ।
ছলা-কলা বাদ দিয়ে এসো এবার মেয়ে হও
হাফপ্যান্ট যত পরো তুমি তো ছেলে নও ।
আদম আর হাওয়াতে যানো তুমি আগে কে?
হাওয়া থাকলে জানতে কেন সে এসেছে ।
আদম সেদিন হাওয়াকে কিভাবে ভেবেছে ?
হাও কেন আদমকে এত ভাল বেসেছে
দ্রষ্টব্য ঃ আদম (আঃ) মা হাওয়া হবে ।
বিষয়: বিবিধ
১২৭৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : তসলিমা স্কুল শিশুদের হত্যা করে না। সুতরাং তসলিমার হেদায়েত দরকার নেই।মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
না বালিকা হলে কিছু বলছি না । আরো জানতে চাইলে কথা হাবে কনভেনশনে ।
উনি গরমের সময় ছেলেদের মত মেয়েদেরও উর্ধ্ববস্ত্র খোলার পক্ষপাতি ।
কোন নারীকে তসলিমার সমালোচনা করতে দেখা যায় না । মনে মনে তারা তসলিমার মানসিকতাই ধারণ করে , তবে সেটা প্রকাশ্যে আনে না ।
মন্তব্য করতে লগইন করুন