মেঘবালিকার চুল
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৯ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪৬:২৬ দুপুর
মেঘবালিকা- তোমার চুলে ঘর বেঁধেছে আমার প্রেম
ভীনদেশে আর ছুটবে কেন, আমিই হবো তোমার শ্যাম!
কাঁদবে যখন ডাকবে আমায় ভিজব দু'জন বৃষ্টিতে
ভাগ দেব'নে আধ-খাওয়া ওই আমার মুখের মিষ্টিতে।
তুমিও কালো আমিও কালো সন্ধি পাঁতি আনন্দে
আমার গড়া ফুল বাগানে মজবে তুমি সুগন্ধে!
অজলা ভরে গোলাপ নিয়ো, কাঁচা ফুলের সুবাস নিয়ো,
মাথায় আঁচল-ঘোমটা বেঁধে একটু নাহয় ভ্রমর হয়ো।
মেঘবালিকা তোমার সাথে বলব কথা নির্জনে,
বকবে যদিও গোত্র-স্বজন, হাসবে বাঁকা- দুর্জনে!
তোমার বাড়ী আকাশ-পাড়ায় আমি থাকি নিমতলায়
আমরা দু'জন মিটিমিটি মনের ঘরে সুখ জ্বালাই।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে মেঘবালিকাকে এখানে ভ্রমর হতে বলা হয়েছে "মাথায় আঁচল-ঘোমটা বেঁধে একটু নাহয় ভ্রমর হয়ো"
প্রকৃতপক্ষে এখানে ভ্রমরী হলে যথার্থ হয়।ধন্যবাদ
তবে যাইহোক, আপনার পরামর্শ অবশ্যই গ্রহণীয় এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
ধন্যবাদ ভাইয়া ।
চমৎকার অভিব্যক্তি!বিমুগ্ধতা ছড়ালো!
স্বীয় অনুভূতি শেয়ার করার নতুন পদ্ধতি খুবই পছন্দ হল!
অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই!!!
মন্তব্য করতে লগইন করুন