গাইতে ভুলে গেছি

লিখেছেন লিখেছেন অপনেয় ০২ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪২:১৬ রাত

আমরা কতিপয় পাখি

অচেনা গাছের ডালে

বসে কাছাকাছি

মুখ বুজে থাকি।

গান মনে আছে

শুধু গাইতে ভুলে গেছি।

আমরা ক'জনায়

কয়েদির মতো মুক্ত-জেলখানায়

চিন্তা-অপরাধে - অপরাধী হয়ে

থাকি ভয়ে ভয়ে।

গান মনে আছে

শুধু গাইতে ভুলে গেছি।

মুক্ত-বাকের দেশে

বাক্যহারা হয়ে

থেকে ভয়ে ভয়ে

গানগুলোও ভুলবো অবশেষে।

বিষয়: সাহিত্য

৮৩২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290492
০২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩০
ইক্লিপ্স লিখেছেন : সুন্দর লিখেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File