লুটে পুটে করল শেষ
লিখেছেন লিখেছেন বাজলবী ০২ ডিসেম্বর, ২০১৪, ০৩:৫৪:০৫ রাত
দেশ এখোনো পরাধীনতার গ্লানিতে
চুরি, ডাকাতি, খুন, রাহাজানিতে।
শিক্ষার অভাবে জীবন নিমজ্জিত অন্ধকারে
চিকিৎসার অভাবে মরণ বরণ যন্ত্রণাতে।
বেহায়া বেলেল্লাপনা অশ্লীলতায় ধর্ষণ
নারীর অধীকারে বেপর্দা রাস্তায় অবতরণ।
সুদ, ঘুষ নেশায় ভরে গেছে দেশ
ডিজিটালের নামে লুটে পুটে করল শেষ।
বিষয়: বিবিধ
৮৩০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশের বর্তমান অবস্হার করুণ বাস্তব চিত্র ফুটে উঠেছে কবিতায়! অনেক ধন্যবাদ ও শুভ কামনা!
আপনার জন্যেও অনুরুপ দোয়া ও আমিন ছুম্মা আমিন!!!
সময় মতো পাইবে জমা,
আর্তনাদের দীর্ঘ্যশ্বাসে
ধ্বংস হবে অবশেষে।
**********************
ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন