আমি আপনাদের প্রবাসী
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০২ ডিসেম্বর, ২০১৪, ০৩:০২:০৩ রাত
তিন মাস দেশে ছিলাম তাই ব্লগে লিখা হয় নাই। আমি পূর্বেই বলে রেখেছিলাম এমনটা হবে।
বন্ধুরা আমি আবার ফিরে এসেছি প্রবাসে মাত্র ১০ মিনিট আগে সাথে সাথে ব্লগেও। এখন থেকে আমি আপনাদের প্রবাসী থাকব আপনাদের সাথে।
দেশ থেকে অনেক কষ্ট নিয়ে ফিরে এসেছি লিখব সব পর্যায়ক্রমে। প্রশাসন সমাজ অনেক পচে গেছে আর এই পচার কারণে অনেক কষ্ট পেয়েছি।
এখন একটু বিশ্রাম নেব। মাসালাম।
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীর্ণ হ্রদয়ের শুভ কামনা- ভাল কাটুক প্রবাস জীবন!
দেশের আত্মীয়-স্বজন সবাই ভাল তো?
আবারো অভিনন্দন ব্লগে ফিরে আসায়!
সব সময় থাকার প্রত্যয় নিয়ে আবার ব্লগে এলাম।
তাড়াতাড়ি রেস্ট শেষ করে ব্লগে লিখেন কি দুঃখ নিয়া ফিরলেন---
ব্লগিং না করার পরামর্শটা মেনে চলার চেষ্টা থাকবে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। @এবেলা ওবেলা তবলা ভাইয়া
ব্লগিং না করার পরামর্শটা মেনে চলার চেষ্টা থাকবে ভাইয়া।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। @এবেলা ওবেলা তবলা ভাইয়া
শূভকামনা রইল।
আমার প্রফাইল পিক নিয়ে কাল্পনিক পোস্ট ও পড়েছি ,ধন্যবাদ তোমাকে আন্তরিকতা রক্ষার জন্য।
মন্তব্য করতে লগইন করুন