বেশি শক্তিমত্তা প্রদর্শণ দুর্বলতারই বহিঃপ্রকাশ মাত্র!

লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ০৫ জানুয়ারি, ২০১৪, ০৫:০৩:৫৫ বিকাল

০ সিটিগোল্ড অরিজিনাল সোনার চেয়ে বেশি চক করে। সৌন্দর্যে বেশ উজ্জ্বল দেখায়। আসলে চিকচিক করলেই সোনা হয় না তা ব্যবহারকারী, সোনা সম্পর্কে জ্ঞানহীন ব্যক্তি বুঝবে না।

০ এমনই দুর্বলতার প্রকাশ যা আমরা দেখি এক নিমিষেই শেষ হয়ে যাবে, এই বুঝি শক্তির বেড়াজালে সব কিছু কেটে-মেরে নিঃশেষ করে দেবে। আসলে যে যত দুর্বল সে তার বোকামীর বসে তাকে তত শক্ত করে প্রকাশ করতে চায়।

০ সেই প্রকৃত সত্যবাদী সেই, যে যাঁচাই-বাঁছাই করে, চিন্তা করে স্বাভাবিক গতিতে কথা বলে। আসলে যে ক্ষুব্ধ হয়ে, শরীরকে উত্তেজিত করে মুখে প্রলাপ বকে আরেক জনকে হেনস্তা করার জন্য বেশি এবং জোরে কথা বলে, তখন বুঝতে হবে তার কথায় মিথ্যা এবং কথাটা অনেক দুর্বল।

প্রকৃত শক্তিশালী হল-

হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ সেই ব্যক্তি শক্তিশালী নয়, যে মানুষকে আছাড় দেয় বরং ঐ ব্যক্তিই প্রকৃত শক্তিশালী বীর, যে ক্রোধের সময় নিজেকে সংরক্ষণ করিতে সক্ষম । (বোখারী ও মুসলিম)

বিষয়: রাজনীতি

১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File