নির্বাচনী ফলোআপ

লিখেছেন লিখেছেন আবরারুল হক ০৫ জানুয়ারি, ২০১৪, ০৫:১২:৪০ বিকাল

শেষ (গণতন্ত্র) নির্বাসনের ভূত গ্রহণ। চলুন কিছুটা ফলোয়াপ করে আসি সারাদিনের-

"বাপের ব্যাটা, একাই ৪৫০"-

পাবনার বেড়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে একাই ৪৫০ ভোট দিয়ে গিনেজ বুকে নিজের নাম তুলে দিলেন।

"আইডি কার্ড দেখালেই ভোটঃ ওসি সালাহুদ্দীন"

কিচ্ছু লাগবে না, কাউকে পাইলেই হল হাত আছে এইরকম। কিন্তু তাও তো পাওয়া মুশকিল।

"কান ধরে মাফ চেয়ে গণধোলাই থেকে বাঁচলেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বাশার মাইজবান্ডারী"।

মানুষ এত খারাপ ক্যান? কান ধরলেই সব মাপ? ঠাস করে থাপ্পর মেরে সরি বললেই শেষ?

"ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, কেন্দ্রের মোট ভোটার ২০০০ এর মধ্যে ভোট দিয়েছেন ২০ জন"

নির্ভেজাল নির্বাচনী বিনোদন।

"একটা ভোটও পড়েনি ইলিয়াস আলীর কেন্দ্রে"

জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের সেরা চিত্র

টক অব দ্যা ডে

"ইতিহাসে হাসিনার নাম আব্রাহাম লিংকনের সাথে লেখা থাকবে: মখা আলমগীর"

নাড়াচাড়া তত্ত্বের জন্য এই পাগলের নামও আইনস্টাইনের পাশে লেখা থাকবে।

কিছু ভবিষ্যৎবাণী (না আসাটা অস্বাভাবিক)

"ভোটার উপস্থিতি অন্য যে কোন নির্বাচনের চেয়ে ভাল"

" বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ভোটারবিহীন নির্বাচন"

"জামাত-শিবিরের চক্রান্তে সারাদেশে শৈত্যপ্রবাহের ফলে মানুষ কখন যে বিকাল হয়ে গেছে টেরই পাইনাই"

"ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে"

"বাংলাদেশ গণতন্ত্রের জন্য বিশ্বের কাছে মডেল"

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159262
০৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৩
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
114008
আবরারুল হক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy
০৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
114009
আবরারুল হক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy
159422
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫২
শেখের পোলা লিখেছেন : হাসিনাকি জয়! বাংলাদেশকে গিনেসে একমাত্র হাচেনাই দিতে পেরেছে৷
১৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
117150
আবরারুল হক লিখেছেন : কথা সত্য Rolling on the Floor

159553
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৮
অজানা পথিক লিখেছেন : অসাধারন পোষ্ট
১৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
117151
আবরারুল হক লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File