স্বাধীন বাংলাদেশ???
লিখেছেন লিখেছেন আবরারুল হক ২৬ মার্চ, ২০১৪, ১১:০৯:৩৪ সকাল
স্বাধীন বাংলাদেশ???
বাক স্বাধীনতা?
বাক স্বাধীনতা থাকলে মাহমুদুর রহমান জেলে কেন?
মত প্রকাশের স্বাধীনতা?
রাস্তায় বিরোধী দলের মিছিল হলেই গুলি কেন?
নির্বিঘ্নে চলাফেরার স্বাধীনতা?
সর্বদা চোখের সামনে পুলিশের বন্দুকের নল কেন?
বাঁচার স্বাধীনতা?
প্রতিদিন খালে বিলে ডোবায় অজ্ঞাত লাশ কেন?
আসলে যা আছে তা হলো,
দুর্নীতির স্বাধীনতা,
তাই তো সুরঞ্জিত, আবুলরা বুক ফুলিয়ে আজো হাটে।
মানুষের সাথে নির্মম রসিকতার স্বাধীনতা,
তাই তো স্বাধীন দেশে চলাচলের উপর টোল আরোপ।
অপরাধ ও অবিচারের স্বাধীনতা,
তাই তো টপ টেররদের মুক্তি দিয়ে বাড়ি থেকে ৪র্থ/৫ম শ্রেণীর শিশুদের জেলে নিয়ে যাওয়া হয়।
লুটপাটের স্বাধীনতা,
তাই তো অভূক্ত লাখো মানুষের পেটে লাথি মেরে শতকোটি টাকা ব্যয়ে দেশপ্রেম দেখানোর নামে লুটপাট উৎসব।
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর নিয়ন্ত্রনহীন এই স্বাধীনতা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা ডেকে আনে , দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেয়।
মানে কি ভাই??
আছে রক্তে লেখা গৌরবের ইতিহাস
এখনো কিছু বীর মুক্তিযোদ্ধা আছে
যাদের পেছন পুরো বাংলাদেশ
আছে কিছু নিগৃহীত পরবাসী বীর
যারা সর্বস্ব্য দিয়েছে স্বাধীনতার লাগী
তবু নেই আক্ষেপ-নেই না পাওয়ার বেদনা।
শুধু দুঃখ আজ স্বাধীনতাটা স্বাধীন নেই
আছে কিছু নির্লজ্য ক্ষমতার মহারাজ
যারা দেশ প্রেমের রঙ্গীন স্বপ্ন দেখায়
যারা সত্যায়ন করে মুক্তিযোদ্ধার সনদ
নবায়ন করে মুক্তিযোদ্ধার মেয়াদ
মুক্তিযোদ্ধের ইতিহাস লিখে ইচ্ছে মত
রোমাঞ্চকর এক নায়কের গল্প শোনায়
প্রজন্ম দেখে রঙ্গীন ইতিহাস!
স্বাধীনতা প্রজন্মের কাছে আজ কিতাবী কথা
বুড়োদের মুখের রুপ কথার গল্প
আজ রাজ পথের কাঁটাতারে-স্বাধীনতা অবরোদ্ধ্য
স্বাধীনতা আজ নাগরিকের অন্তর জ্বালা
স্বাধীনতার জবানে আজ ক্ষমতার তালা!
স্বাধীনতা যেনো রক্তের বিনিময়ে-
একটি পতাকা ধার করা!
স্বাধীনতা যেনো আহত মুক্তিযোদ্ধার-
শুধুই ধুকে ধুকে মরা?
স্বাধীনতা যেনো একটু একটু করে-
মানচিত্রটাকে ছেড়া?
স্বাধীনতা আজ প্রিয় প্রতিবেশির-কাটাতারে ঘেরা?
স্বাধীনতা আজ বাংলাদেশে-যেনো অসময়ে খড়া!
স্বাধীনতা আজ নাম সর্বস্য-একটি বাৎসরীক উৎসব..?
ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন