পরাজিত সৈনিকের দিনলীপি

লিখেছেন লিখেছেন কথার কথা ১৪ জানুয়ারি, ২০১৪, ০৭:৩১:৫৫ সন্ধ্যা

নতুন বছরে নতুন বাসায় উঠলাম।চমৎকার নাম শান্তিবাগ।শান্তিবাগে এসে কনকনে ঠান্ডা একটি রুমে উঠলাম।নতুন বাসা নতুন পরিবেশ।স্বভাবতই নতুন বাসায় এসেই আমি চারপাশটা দেখি।আগামী দিনগুলোতে এ পরিবেশেই আমাকে চলতে হবে।আমার বাসাটা তিনতলার দক্ষিণ পূর্বের রুম।দক্ষিণা জানালার কনকনে ঠান্ডা বাতাস আমায় শিতের কথা বারবার মনে করিয়ে দেয়।পূবপাশে ছোট্র একটা বেলকনি।আমার ব্যাচেলর লাইফে এর চেয়ে ভালো আর কি।আমার টিভিটা বেকার পড়ে আছে।ডিস সংযোগ পাচ্ছিনা।বিটিভি দেখলে মাঝে মধ্যে মনে হয় আমি স্বপ্ন দেখছি।ভয় ভয় লাগে।অবসরে তাই এফ এম রেডিওতে গান সংবাদ ইত্যাদি শুনি অথবা বই পড়ি।

জীবন যাচ্ছে জীবনের গতিতে।আমার মাঝে গতির সঞ্চার করতে পারছিনা।কেন যেন জীবন যুদ্ধে নিজেকে একজন পরাজিত সৈনিক মনে হয়।আবার ক্ষণে ক্ষণে মনে হয় পরাজিত হলেও সৈনিকতো।পরাজয়ে ডরেনা বীর।জীবন নদীর যেন নাব্যতা হারিয়ে গেছে।নাব্যতা ফিরিয়ে আনতে চাইলেও কেন যেন উৎসাহ পাইনা।নদীর নাব্যতা না থাকলে যেমন একদিন নদী শুকিয়ে যায়,আমার নাব্যতা না থাকলেতো একদিন আমিও হারিয়ে যাবো।যে করেই হোক জীবন যুদ্ধে একজন পরিশ্রমী সৈনিকের মতো ঝাপিয়ে পড়তে হবে।

পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় মন সায় দিতে চায়না।এ দেশের অর্থনৈতিক গতি নির্ভর করে কারা ক্ষমতায় আছে তার উপর।যারাই ক্ষমতায় থাকুক অভিন্ন অর্থনৈতিক নীতি নেই।তাই আমরা জানিনা আমাদের সামনের দিনগুলো ভালো না মন্দ যাবে।তীর্থের কাকের মতো প্রতিটি সরকারের শেষ দিনগুলোর পর নব উদ্যমের সাথে ক্ষমতার হস্তান্তর দেখে কাজে ঝাপিয়ে পড়তে দেখেছে দেশের উঠতি যুবক ব্যবসায়ীদের।কিন্তু...থাক আর কিছু বলতে বা লিখতে মন সায় দিচ্ছেনা।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File