আমি এখনো বেঁচে আছি। (রিপোষ্ট)

লিখেছেন লিখেছেন কথার কথা ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:১৯:২৮ রাত

আমি এখনো কবিতা পড়ি

এখনো কবিতা আবৃত্তি শুনি

আমি এখনো বেঁচে থাকার গান শুনি

মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যাই।

কোথা থেকে পাই এতো এতো সাহস

হ্যাঁ সাহসতো বটেই

ধ্বংসের স্তুপের উপর বসে আছি

জ্বলন্ত অঙ্গার হাতে নিয়ে ঠায় দাঁড়িয়ে

মাঝে মাঝে নিজেই অবাক হই।

আমি এখনো বেঁচে আছি

এ ধরার বাতাস গ্রহণ করছি

নাকি গোরে বসে স্বপ্ন দেখছি

গোরে কি স্বপ্ন দেখা যায়?

বিষয়: সাহিত্য

১৪৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File