লন্ডনের ওহী‍!

লিখেছেন লিখেছেন কথার কথা ০৩ নভেম্বর, ২০১৪, ১১:২৩:৪৮ সকাল

বাংলাদেশের বিরোধী রাজনীতি এখন লন্ডন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে কান্ড কারখানা পত্রিকা আর ফেসবুকের কল্যাণে আমরা জানতে পারছি। জামায়াতের সাবেক আমির গোলাম আযমের জানাযায় অংশগ্রহণ না করা আর শীর্ষ নেতাদের রায়ের মন্তব্যের অপারগতা নাকি লন্ডনের ওহী নাযিলের কারণেই হয়েছে। ওহী নাযিলকারী মহামান্য ব্যক্তি তার ওহীর ফলাফল আগামীতে মাঠের রাজনীতির গতি দেখলেই বুঝতে পারবেন। পরিচিত এক শিবির কর্মীর এ মন্তব্যে আমি কোন জবাব দিতে পারিনি “ আমার প্রিয়জনের মৃত্যুতে আপনার অনুপস্থিতি আর মৃত্যুর পরোয়ানা জারিতে আপনি মুখে কুলুপ এঁটে বসেছেন, মনে রাখবেন মাঘ মাস প্রতিবছরেইে আসে“। আচ্ছা অনেকেই বলে, লন্ডনে সরকার হাজার কোটি টাকা ঢালছে রাজনীতির মাঠ ঠান্ডা করতে কথাটা কি সত্যি? আমরাতো এও শুনছি জামায়াত সরকার কানেকশন। জানিনা..... আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রেখে লাভ কি?

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280790
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
০৩ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৭
224555
কথার কথা লিখেছেন : অনেক ধন্যবাদ
280824
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File