'ভোটার উপস্থিতি' নিয়ে ফেসবুকে আওয়ামী লীগ ও হাসিনা পরিবারের ভয়াবহ 'ছবি' জালিয়াতি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ০৫ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৪:৩০ বিকাল
ফেসবুকে আওয়ামী লীগ, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এর অফিসিয়াল পেজে আজকের নির্বাচন নিয়ে ভয়াবহ মিথ্যাচার করেছে। ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি নিয়ে যেসব ছবি আপলোড করেছে তা দেখুন:
চিত্র: বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ, ছবির ক্যাপশনে লিখেছে, "রাজাকারমুক্ত নির্বাচনে স্বাধীনতাবিরোধী জামাত-শিবির চক্র ও তাদের দোসর বিএনপিকে প্রত্যাখান করে নারী-পুরুষ নির্বিশেষে সবাই স্বতস্ফুর্তভাবে ভোট দিচ্ছেন।
মুক্তিযুদ্ধের বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে প্রিয় মাতৃভূমি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।"
https://www.facebook.com/#!/awamileague.bd
চিত্র: শেখ হাসিনার ফেসবুক পেজ, ছবির ক্যাপশনে লিখেছে, "সত্যের জয় হবেই !! ইনশাআল্লাহ!!
May Allah guide us.", এবং "চলে আসুন ভোট দিতে,
জনগণের সতস্ফুর্ত অংশগ্রহণ !!
উৎসব মুখুর পরিবেশে ভোট প্রদান করতেছে জনগন !!
জয় বাংলা, জয় বঙ্গব"
https://www.facebook.com/#!/Joy.Banglaaa
চিত্র: সায়মা ওয়াজেদ পুতুলের ফেসবুক পেজ, ছবির ক্যাপশনে লিখেছে, "সত্যের জয় হবেই !! ইনশাআল্লাহ!!"
https://www.facebook.com/#!/Saima.Wazed.Putul.2013
চিত্র: সজীব ওয়াজেদ জয় এর ফেসবুক পেজ
ফেসবুকে জনতার মন্তব্য দেখলেই বুঝতে পারবেন এগুলো কিসের ছবি: মন্তব্য-
.Ahmed Shamim- madam eta kon center er photo.....??
Islam Md Mosoraf: হাসিনার নাম ইতিহাসে লেখা থাকবে হিটলার এর সাথে,
Asaduzzaman Asad- 2008 er pic diya are koto vondami korba. bangladeshira ato boka na.
এবার বাস্তবতা, নিরপেক্ষ মিডিয়া অনেক আগেই বন্ধ হয়েছে, ফেসবুকে যেসব চিত্র আছে সেটাও বাদ, আওয়ামী লীগের দালাল মিডিয়া প্রথম আলোর কয়েকটি চিত্র দিলেই বুঝা যাবে প্রকৃত ভোটারের উপস্থিতি:
ভোটার না পেয়ে শিশুদের ব্যবহার করেছে আওয়ামী লীগ
দিন কে রাত আর রাত কে দিন বানাতে পারে বলেই ইহার নাম আওয়ামী লীগ। যেসব ছবি পোস্ট করেছে তা গত নির্বাচনের অথচ এসব ছবি দিয়েও আল্লাহ সাহায্য চাওয়া সহ বিভিন্ন নির্লজ্জতা প্রদর্শন করেছে।
বিষয়: বিবিধ
৩১০৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুতরাং উপরের ছবি গুলো বানোয়াট।
মন্তব্য করতে লগইন করুন