বিরিয়ানি চত্বরের ১৬ কোটি জনতা আজ কোথায় ?

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৫ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৩:২৯ বিকাল

বুঝলাম, জামায়াত-শিবিরের প্রভাবে ১৮ দল ভোট দিতে যাবে না এবং সেই সাথে তাদের সমর্থকরাও কেউ ভোট দিতে যাবে না কিন্তু প্রশ্ন হলো দীর্ঘ দিন ধরে বিরিয়ানী খাওয়নো সেই প্রশিক্ষিত গণজাগরণ মঞ্চের কুশিলবরা কোথায় ?

তাদের সংখ্যা নাকি ১৬ কোটি তাহলে সেই ষোল কেটির মধ্য থেকে ভোটাররা ভোট কেন্দ্রে আসেনি কেন ?

তারাতো শাহবাগের মোড়ে রাতদিন স্লোগান দিয়ে গগন বিদারী আওয়াজ করত । তারা যদি আজ প্রতিটি ভোট কেন্দ্রে গিয়ে লাইন দিত তবুও অনেকটা বুঝা যেত যে উতসব মুখরে ভোট চলছে ।

কিন্তু হাসিনাকে সাহায্য করার তারাও এই চরম দুর্দিনে এগিয়ে আসল না । হাসিনাকে বুঝা উচিত তার যখন দুঃসময় আসবে যাদেরকে তিনি অঢেল সুযোগ সুবিধা দিয়েছেন কেউই তাকে রক্ষা করতে এগিয়ে আসবে না ।

এখনও যদি বিষয়টা উপলব্ধিতে না অসে তাহলে কপালে আরো কষ্ট আছে ।

বিষয়: বিবিধ

১০৪৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159261
০৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১১
কথার কথা লিখেছেন : গণ প্রজননে ব্যস্ত প্রজনন মঞ্চ।
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
114045
আমি মুসাফির লিখেছেন : সঠিক কথা বলেছেন । আপনাকে অশেষ ধন্যবাদ।
159407
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৮
চিরবিদ্রোহী লিখেছেন : ভোট তো দিনের বেলায় হয়, এখানে কোন রাত্রিকালীন ব্যবস্থা না থাকায় তারা কমিকস্ এর শ্যাডোম্যানের মতো লুকিেয় আছে। সেই সাথে কেন রাতে ভোটের ব্যবস্থা নেই সেই ক্ষোভে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৪
114157
আমি মুসাফির লিখেছেন : তবে আর যাহ হোক বঙ্গবীরের কথায় সত্য হলো । তিনি বলেছিলেন ছাগলের অধীনে নির্বাচন ভাল হতে পারে হাসিনার অধীনে নয় ।
আর রাতের বেলায় তো গণজাগরনওয়ালাদের প্রশান্তির সময় যে যাকে মনে করে দিনের বেলায় স্থির করে রাখত রাতে তো তারাই অবাধে মিলিত হয়ে পরম শান্তি পাবার চেষ্টায় রত থাকত।

আপনাকে অশেষ ধন্যবাদ ্

159885
০৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৫
আমি মুসাফির লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File