এক দৌড়ে ঘরের বারান্দায় এসে দেখি, যে চৌকিতে বসে মা কুরআন পড়তেন, মা নেই সেখানে!
লিখেছেন লিখেছেন মাহমুদ নাইস ২০ নভেম্বর, ২০১৩, ০৭:৫৫:৪৮ সন্ধ্যা
জোসনা রাতে বাগানের চেয়ারটায় দেখতে গিয়েছিলাম।
নাহ, মা নেই সেখানে!
এক দৌড়ে ঘরের বারান্দায় এসে দেখি, যে চৌকিতে বসে মা কুরআন পড়তেন, মা নেই সেখানে!
ঘরে এসে ঘরের কোণের শীতল পাটিটা আজও বিছানো; কিন্তু মা নেই সেখানে!
আমার মা আর কোথাও নেই রে! আমি তো আর মাকে
দেখতে পাব না। মা! মা! মা গো, মা!
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছাগীরা!!!
বিষয়: রাজনীতি
১৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন