কি তাদের অপরাধ? নাস্তা থেকে তুলে নিয়ে হত্যা। কিলিং মিশনের কাজ গোয়েন্দা পুলিশের ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২০ নভেম্বর, ২০১৩, ০৮:০২:১৯ রাত
স্বাধীন দেশে বিরোধী দলের নিরীহ কর্মীর লাশ।
নাস্তা থেকে তুলে নিয়ে হত্যা।
গোয়েন্দা পুলিশের কাজ কি গুম করে মুখ বেধে হত্যা করা ?
সীতাকুন্ডের জামায়াত নেতা আমিনকে ডিবি পরিচয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার দুদিন পর লাশ উদ্ধার....
সীতাকুন্ডের গুম হওয়া জামায়াত নেতা আমিনুল ইসলাম আমীনের (৪০) এর নিথর দেহ পড়ে আছে,
বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুন্ড উপজেলার ৫নং বাড়বকুন্ড ইউনিয়নের জামায়াত নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুল ইসলাম গত ১৭ নভেম্বর রবিবার শ্বশুরালয় (ঢাকা) হতে স্বস্ত্রীক সোহাগ পরিবহনের ভলবো বাস এসি, (ঢাকা মেট্টো ভ-১৪-৬১৩০) যোগে চট্টগ্রাম ফেরার পথে কুমিল্লা চৌদ্দগ্রামের হাইওয়ে ইন রেস্টুরেন্টে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় যাত্রা বিরতি কালে নাস্তা খাওয়ার সময় ১০/১২ জন সাদা পোশাকধারী লোক এসে তার স্ত্রীকে ধাক্কা মেরে জোরপুর্বক একটি গাড়ীতে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ডিবির লোক বলে পরিচয় দেয়।
আজ ২০ নভেম্বর বুধবার দুপুর ১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পান্থটিলা এলাকার পাশে একটি কসাইখানার পাশ থেকে মুখ বাঁধা অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।
এ দিকে স্থানীয়রা জানান, আজ ভোর রাতে ঐ এলাকায় গুলির শব্দ শোনা গেছে।
- See more at: http://www.sheershanews.com/2013/11/20/13096#sthash.cCC2cPwt.dpuf
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন