অন্য রকম এক নায়ক অনন্ত জলীল ।
লিখেছেন লিখেছেন বাংগালী ২০ নভেম্বর, ২০১৩, ০৭:৩৪:১৭ সন্ধ্যা
বেশ কিছুদিন ধরে পোষাক শ্রমিকদের সাথে মালিক পক্ষের প্রচন্ড ঝামেলা চলছে। ঝামেলার জন্য মালিকপক্ষ দায়ী সেটা বুঝতে পেরে সোশ্যল মিডিয়াতেও মালিকদের কসাই মনোবৃত্তির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। এত শোষক মনঃবৃত্তির মালিকদের মাঝেও একজন মালিক পাওয়া গিয়েছে যার শ্রমিকরা সেই মালিকের গার্মেন্টস বাঁচানোর জন্য নিজেরাই পাহাড়া দেয়। অন্য গার্মেন্টেসের শ্রমিকরা যাতে এই মালিকের গার্মেন্টসে ভাংচুর করতে না পারে সেজন্য তারা গার্মেন্টসের সামনে লাঠি হাতে নিয়ে ,হেলমেট মাথায় দিয়ে সেই মালিকের গার্মেন্টস পাহাড়া দেয়।
কি অদ্ভুত! এমন মালিকও আছে বাংলাদেশে! এই মালিক কিনা আবার বাংলা সিনেমার একজন নায়ক, তার নাম অনন্ত জলীল।
সময়ে-অসময়ে অনেকেই অনন্ত জলীলকে পচানোর চেষ্টায় অবিরত শ্রম দিয়ে যাছ্ছে। কিন্তু বাংলা সিনেমা নিয়ে আকাশ সমান স্বপ্ন দেখা এই ক্ষেপাটে মানুষটার সহজ সরল মন-মানসিকতার কথা আমরা কয় জনই জানি!
ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে ওয়ালে ঘুরেও যখন ক্যন্সার আক্রান্ত রোগী আহনাফের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান হচ্ছিল না তখন এই ক্ষেপাটে নায়কই সাহায্যের হাত বাড়িয়ে দেন। নিজের খরচে এতিমখানা, বৃদ্ধাশ্রম চালান মানুষটা। কিছু দিন আগে পরোলোক গত অসহায় প্রবীন অভিনেতা আনোয়ার হোসেনের পাশে সীমাহীন মমতায় দাড়ান।
এই ব্যক্তির গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘অনন্ত জলিল তার প্রতিষ্ঠানের গর্ভবতী মহিলাদের বিনা পরিশ্রমে দৈনিক অতিরিক্ত তিন কর্মঘন্টার বেতন দেন। এছাড়াও মাসে ২ হাজার টাকা বিশেষ ভাতা দেন। মায়েদের ৪ মাসের মাতৃত্বকালীন ছুটির ২ মাসের বেতন অগ্রীম দিয়ে দেন। আর ঢাকায় থাকলে হাসপাতালের খরচ বহন করে কোম্পানী। ‘
অনন্ত জলীলের এসব কর্মকান্ড মনে করিয়ে দেয়, "মানুষ মানুষেরই জন্য।"
নায়ক, মালিক, শ্রমিক, ছোট-বড় সবাই যে একে অপরের জন্য এটা অনন্তর মত কিছু মানুষদের জন্যই আজও তা সত্য। এরকম একজন ভাল মনের মানুষকে নিয়ে ফেসবুকের কিছু দায়িত্বজ্ঞানহীন ফেমসিকার পেইজের দিনের পর দিন করা তামাশা আমাদের নিজেদের হীনমন্যতাকেই প্রকাশ করে । আসুন আমরা ওইসব সস্তা পোষ্টগুলো শেয়ার করা থেকে নিজেদের বিরত রাখি ।
বিষয়: বিবিধ
২২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন