এ রকম মন্ত্রী-এমপির কাছে দেশের জনগন কিইবা আশা করতে পারে!!
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২০ নভেম্বর, ২০১৩, ০৭:৩৩:৪৭ সন্ধ্যা
সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে ধমকালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
সাংবাদিককে ধমক দিয়ে বলেন, ‘আমি হাসানুল হক ইনু, এটা মনে রাখবেন। আপনি কোন পত্রিকায় কাজ করেন, আপনার নাম কী?’
এ রকম মন্ত্রী-এমপির কাছে দেশের জনগন কিইবা আশা করতে পারে!! এ রকম যদি হয় দেশের মন্ত্রীর অবস্থা তাহলেতো আমাদের হতাশ হওয়া ছাড়া কোন উপায় নেই। কোন গণতান্ত্রিক দেশের মন্ত্রীর কথা এরকম হতে পারেনা। গণতন্ত্র বলতে বুঝি সবার ব্যক্তিগত মন্তব্য করার যোগ্যতা আছে,সব রকমের প্রশ্ন জনগণ করতে পারেন।এর জবাব দিতে মন্ত্রী তথা জনগনের দায়িত্বশীলরা বাধ্য থাকবেন এতে কোন মন্তব্য বা প্রশ্ন দায়িত্বশীল বা গোলামদের বা মন্ত্রীদের ইচ্ছার বিরুদ্ধে হলে ধমকানো বা হূমকি দেয়ার কোন অধিকার তারা রাখেন না।বরং সকল কাজ-কর্মও প্রশ্নের ঠিকমত জবাব দিতে বাধ্য ।
বাংলাদেশের ক্ষমতাসীন কোন এমপি-মন্ত্রীর কথা বা বক্তব্য বা জবাব গণতান্ত্রিক না ।তারা গণতন্ত্রের আসল অর্থ জানেন কিনা তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে ।দেশের মানুষের কাছে আমাদের একান্ত কামনা এবং আশা আপনারা ব্যালটের মাধ্যমে এসব অগণতান্ত্রিকদের বক্তব্যের সমুচিত জবাব দিবেন ।যদি সিদ্ধান্ত নিতে এদিক ওদিক করেন তবে মহান আল্লাহই ভাল জানেন আপনাদের ভবিষ্যৎ কি !
আল্লাহ #Bangladesh এর সকল মানুষকে সুবুদ্ধি দান করুক এবং কায়েমি শক্তির হাত থেকে হেফাজত করুক। আমীন
বিষয়: বিবিধ
১৪২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন