হুররেম সুলতানের পরিচিতি
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ০৩ ফেব্রুয়ারি, ২০১৭, ০৮:০১:৩৫ রাত
হুররেম সুলতান ওসমানী ভাষায় خُرَّم خاصيكي سلطان।
উনার পুরো নাম, দেবলেতলু ইসমেতলু হুররেম হাসেকি সুলতান আলিয়াতুস-শান। ইউরোপে লা রোশা বা
রোস্কেলানা নামে সমধিক পরিচিত তিনি।। তাঁর জন্ম ১৫০২ মতান্তরে ১৫০৪ খ্রিষ্টাব্দে বর্তমান ইউক্রেনে। তিনি ছিলেন ওসমানী খেলাফাতের দশম খলিফা কানুনি সুলতান সুলাইমানের সহধর্মিণী এবং ১১ তম ওসমানী খলিফা দ্বিতীয় সেলিমের জননী।
ইস্তানবুলের তোপকাপি প্যালাসে আসার আগে উনি কোথায় ছিলেন বা কোন বংশে জন্মগ্রহণ করেছেণ এ ব্যাপারে তেমন কোন কিছু জানা যায় না। কিছু কিছু ঐতিহাসিকদের মতে, তিনি তৎকালীন লেহিস্তান
(বর্তমান ক্রিমিয়ায়) রাজ্যের রুটেনিয়ায় জন্মগ্রহণ করেন। মাত্র ১৫-১৬ বছর বয়সে ১৫২০ সালে তিনি তাতার হানাদারদের দ্বারা রুটেনিয়া থেকে অপহৃত হন।
পরে ক্রিমিয়ার হানদের পৃষ্টপোষকতায় তাঁকে ইস্তানবুলের তোপকাপি প্যালাসে নিয়ে আসা হয়। তবে কখন সুলতান সুলাইমানের সাথে পরিচয় হয়েছিল তা জানা যায়নি। কারো মত সুলতান সুলাইমানের বাবা সুলতান থাকা অবস্থায় আবার কারো কারো মতে সুলতান সুলাইমানের সিংহাসনে আরোহণের প্রথম দিকে হুররেম সুলতানের সাথে পরিচয় হয় এবং বিয়ে বন্ধনে আবদ্ধ হন। হুররেম সুলতান, সুলতান দ্বিতীয় সেলিম ছাড়াও শাহজাদা মেহমেদ, মিহরিমা সুলতান, শাহজাদা আবদুল্লাহ, শাহজাদা বায়েজিদ, শাহজাদা জাহাঙ্গীরের জননী ছিলেন।
ওসমানী সালতানাতের সবচেয়ে প্রভাবশালী নারী সুলতান হিসেবে খ্যাত হুররেম সুলতান ১৫৫৮ সালে ইসতানবুলে ইন্তেকাল করেন। তাঁর কবর স্বামী সুলতান সুলাইমানের কবরের পাশে অবস্থিত। উনার কবরের
ডিজাইন করেন বিখ্যাত ওসমানী স্থপতি মিমার সিনান রহঃ।।
বিষয়: বিবিধ
২৭৩৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন