সুলতান সুলাইমান সিরিয়াল এবং কিছু কথা
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২১ জানুয়ারি, ২০১৭, ১২:১৯:০১ রাত
'সুলতান সুলাইমান' নামক যে টার্কিশ সিরিয়ালটি বাংলায় ডাবিং করে দেখানো হচ্ছে সেটার পুরাটাই সত্য বিবর্জিত এবং অতিরঞ্জিত। সুলতান সুলাইমান সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ অন্য কোন সময় বর্ণনা করব। তবে এ টুকু বলে রাখি সুলতান সুলাইমান ছিলেন
ওসমানী সুলতানদের মধ্যে সব থেকে বেশী সময় ধরে ক্ষমতায় থাকা সুলতান। তাঁর ক্ষমতার সময় সীমা ছিল ৪৬ বছর। তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে ১৩ টি যুদ্ধে অংশগ্রহণ করে ১০ বছরের বেশী সময় যুদ্ধের ময়দানেই অতিবাহিত করেন। সুলতান সুলাইমানের বাবা প্রথম মুরাদ মৃত্যুর সময় ওসমানী খেলাফাতের সীমানা ছিল ৬৫৫৭০০০ বর্গ কিলোমিটার এবং সুলতান সুলাইমানের মৃত্যুর সময় ১৪৮৯৩০০০ বর্গ কিলোমিটার। তিনি পশ্চিমে বেলগ্রেড, রুড্স, বুলগেরিয়া এবং হাঙ্গেরির বড় একটা অংশ ওসমানী সাম্রাজ্যের অধিভুক্ত করে নেন।
যে ব্যক্তি তাঁর জীবনের পুরোটা সময় জুড়ে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং স্থাপত্যসহ আরও বিভিন্ন বিষয়ে পৃষ্ঠপোষকতা করে গেছেন এবং যুদ্ধের ময়দানেই অসুস্থ অবস্থায় মারা যান তিনি কিভাবে হেরেমের মধ্যে একেকদিন একেক মেয়ের সাথে সময় কাটাবেন!! কাণ্ডজ্ঞানহীন ব্যক্তিরাই শুধু এসব বিষয় বিশ্বাস করবে। কারণ প্রধানকথা হল ওসমানীয় খলিফাদের এসব
হেরেমের দায়িত্বে থাকতেন স্বয়ং সমকালীন খলিফার জননী।
তুরস্কের বামপন্থীরা ওসমানীয় খলিফাদের ভাবমূর্তি নষ্ট করতে এসব সিরিয়াল বানিয়ে চলেছেন। আর বাংলাদেশের কিছু টিভিতে এসব ছবি ডাবিং করে দেখানো হচ্ছে। যদিও ওসমানীয়দের ইতিহাস সম্পর্কিত আরও ভাল ভাল সিরিয়াল তুরস্কে তৈরি হচ্ছে নিয়মিত। শুধু বাংলাদেশ নয় পাকিস্তান ভারতেও নাকি বামপন্থীদের বানানো এসব সিরিয়াল ডাবিং করে দেখানো হচ্ছে। ওসমানীয় খলিফাদের সম্পর্কে এসব ভুল ইতিহাস সুক্ষভাবে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে
দেয়ার প্রতারণা শুরু হয়েছে। এসব সিরিয়ালকে বয়কট করা জরুরী...।
ছবিঃ ১, সুলতান সুলাইমান
২, সুলতান সুলাইমানের মাজার। যেটা সুলাইমানিয়া মসজিদের পাশে অবস্থিত।
৩, সুলতান সুলাইমানের মাজারের ভিতরের দৃশ্য।।
বিষয়: বিবিধ
১৪৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দীপ্ত টিভির দেখাদেখি আরও কিছু চ্যানেল ডাবিং সিরিয়াল নিয়ে এসচে ; তাও আবার পুরনো , পরিক্ষীত হিট সিরিয়ালগুলো।
আমরা ব্লগাররাও এখন কি বোর্ডে ঝড় তুলতেছি সুলতান সুলায়মানকে নিয়ে ।
মন্তব্য করতে লগইন করুন