ডিজিটাল তরুণ তরুণীদের ভার্চুয়াল প্রেমে পড়া নিয়ে কিছু কথা
লিখেছেন লিখেছেন শাফিউর রহমান ফারাবী ২০ নভেম্বর, ২০১৩, ০৭:০৮:৩৭ সন্ধ্যা

ভার্চুয়াল প্রেম বর্তমানে এক তীব্র মানসিক যন্ত্রণার আকার ধারন করেছে আমাদের মাঝে। প্রথমে একটা মেয়েকে একটা ছেলের ফেইসবুকে ভাল লাগে তারপর সারাদিন সেই ফেইসবুকের মেয়েটার মুখচ্ছবি যখন ছেলেটার চোখের সামনে ভেসে থাকে তখনই আপনি বুঝবেন যে আপনি একটি ভার্চুয়াল প্রেমে পড়েছেন। আপনার পাড়ায় অনেক সুন্দর সুন্দর মেয়ে থাকলেও আপনার সব সময় ঐ ফেইসবুকের দেখা সুদর্শন মেয়েটিকেই ভাল লাগবে। সে এক কঠিন অবস্থা।
সাধারনত ভার্চুয়াল প্রেমের ক্ষেত্রে ছেলে ও মেয়ের আবাসস্থল হয় অনেক দূরে। বেশীর ভাগ ক্ষেত্রে মেয়ের বাসা আর ছেলের বাসার দূরত্বে হয় ৪০০ থেকে ৫০০ কিলোমিটারের মাঝে। ভার্চুয়াল প্রেমে একটা তীব্র মানসিক যন্ত্রণা শুরু হয় কারন ফেইসবুকের ঐ মেয়েটাকে বাস্তব জীবনে দেখতে না পারার কারনে ছেলেটার সারা শরীর ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়। কিন্তু মাগার মেয়ের মাঝে কিন্তু ঐ ছেলেটার প্রতি একটুও ফিলিংস থাকে না। ছেলে যদি মেয়েটাকে ২০ টা মেসেজ দেয় তাইলে মেয়ের পক্ষ থেকে উত্তর আসে মাত্র একটা। আর ছেলেটা সারাদিন ঐ মেয়ের জন্য পাগল থাকে কিন্তু ঐ যন্ত্র মানবীর কাছ থেকে ছেলেটা খুব কমই সাড়া পায়। বেশীর ভাগ ক্ষেত্রে মেয়েটার বাস্তব জীবনে একজন Boy Friend থাকে আর এটা শোনার পর ঐ ছেলেটার মানসিক যন্ত্রণা আরো বেড়ে যায়। ছেলেটা শুধু ঐ মেয়েটার কাছ থেকে এত টুকুই চায় যে ছেলেটা ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেয়েটার বাড়ির সামনে যাবে। আর মেয়েটা মাত্র ১০ মিনিটের জন্য তার বাসার বারান্দায় দাড়াবে যেন ছেলেটা তাকে এক নজর দেখতে পারে। আমি বুঝি না এক তরফা ভালবাসায় যদি এত তীব্র যন্ত্রণা থাকে তাইলে এই এক তরফা ভালবাসার অনুভূতি মানুষকে কেন দেয়া হল ? নওশীন! আমার জীবনের প্রতিটা সকাল আসে শুধু তোমাকে ভালবাসার জন্য!
আমার আরো যেই লেখা গুলি আপনার ভাল লাগতে পারে
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব
আল্লাহ সুবহানাতায়ালার অস্তিত্ত্বের একটি বুদ্ধিবৃত্তিক প্রমান
আল কোরআনের ব্যাকরণগত সৌন্দর্য্যের কিছু অসাধারন দিক
বনী কুরায়জা গোত্রের সকল পুরুষ ইহুদি হত্যা করা প্রসঙ্গে একটি পর্যালোচনা
ইসলামি শরীয়াহ কি কখনই দাস দাসী প্রথাকে সমর্থন করেছিল
আমাদের মুসলমানদের কেন একটি কেন্দ্রীয় খিলাফত রাষ্ট্র প্রয়োজন ?
হাতের কাছে রাখার মত কয়েকটি চমৎকার ইসলামী বই
পুরুষ জাতির বহু বিবাহ প্রথা কে ইসলামী শরীয়াহ আসলে কতটুকু সমর্থন করে
হযরত ঈসা আলাইহিস সাল্লাম ২য় পর্ব
মেসওয়াক করার ফযীলত
আমার উম্মতের মাঝে ৭৩ টি দল হবে এদের মাঝে মাত্র একটি দল জান্নাতে যাবে" এই হাদীস টির মূল ব্যাখ্যা টি কি ?
সিজদায়ে সাহু সংক্রান্ত মাসলা-মাসায়েল
সহিহ শুদ্ধ ভাবে নামায পড়ার জন্য কিছু প্রয়োজনীয় মাসলা
বিষয়: বিবিধ
২৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন