সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ (? ) মহসীন আলী মন্ত্রী না সন্ত্রাসী ??? নিচের দুটি ঘটনা কি বলে??
লিখেছেন লিখেছেন বাংগালী ২৮ জানুয়ারি, ২০১৪, ১২:২৪:৫৬ দুপুর
গতকাল সকাল ১১ টায় সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহশিন আলী মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজে আসেন। সমাজ কল্যান মন্ত্রী সেই সভায় নিজে একটি গান গাইতে থাকেন এবং সাথে সাথে ছাত্রদের কে ও গাওয়ার জন্য বলেন! সেই সময় মন্ত্রীর সাথে গান না গাওয়ার অপরাধে এক ছাত্রের উপর ক্ষুব্ধ হন মন্ত্রী। এরপর সেই ছাত্র কে মঞ্চে ডেকে নিয়ে কিল ঘুষি লাথি মারেন এবং সেই ছাত্র কে কলেজ থেকে বহিস্কার করার ঘোষনা দেন ! পরে স্যারদের পরামর্শে মন্ত্রীর পা ধরে মাফ চাইতে গেলে ও সেই ছাত্রকে লাথী দিয়ে সরিয়ে দেন মন্ত্রী।
মন্ত্রীয় এই ঘটনা দেখে উপস্থিত শিক্ষকরা হতভম্ভ হয়ে যান। অনেকেই ধারনা করেন মন্ত্রী মহোদয় মাতাল অবস্থায় আছেন কিনা ?
লিংকঃ-Click this link
জনগুরুত্বপূর্ণ স্থানে (পাবলিক প্লেস) ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। আবার সেটা যদি হয় শিশু-কিশোরদের কোনো মিলন মেলায় তাহলে তা আরও নিন্দনীয়। কিন্তু এসব আইন-নৈতিকতার থোড়াই কেয়ার করেন প্রহসনের নির্বাচনে গঠিত সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী! স্কুল-কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে বসেই একের পর এক সিগারেটে দিচ্ছিলেন সুখটান। তাতে মঞ্চের অন্য অতিথিরা বিব্রতবোধ করলেও খেয়াল নেই মন্ত্রীর। তিনি চেয়ারে হেলান দিয়ে ফুঁকতেই আছেন দামি ব্রান্ডের সিগারেট। সিগারেট খাওয়া শেষ হলে মাইক্রোফোন হাতে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘ভালো মানুষ হওয়ার জন্য করণীয়’ ধরনের বেশ কিছু সদোপদেশ খয়রাত করেন মন্ত্রী!
গতকাল বিকাল ৩টায় সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের এমন কাণ্ড ঘটান সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।
এ ঘটনায় মঞ্চের সামনে বসা কয়েকশ’ শিক্ষার্থী-অভিভাবক ও অতিথিরা হতবাক হয়ে যান। তবে ভয়ে শিক্ষক, বিজিবি কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকদের কেউই সাহস করে মন্ত্রীকে ধূমপান থেকে বিরত থাকতে বলেননি।
এ সময় তার পাশে বসে সবকিছু সহ্য করছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক, মহানগর পুলিশের কমিশনার শেখ মিজানুর রহমান ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান।
লিংকঃ-Click this link
বিষয়: বিবিধ
২৩৭৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জানোয়ারটারে চিরিয়া খানায় না পাঠাইয়া মন্ত্রীর চেয়ারে বসাইলো কিডা?
০ দেশাত্মবোধক গানের সাথে তাল না মেলানোর কি কারণ থাকতে পারে ছাত্রটির ? এরকম যদি সে পি.টি. এর সময় করতো তাহলেও তো তার টিচার তাকে পিটাতো ।
ছাত্রটির রাজ কপাল যে সে একজন মন্ত্রীর হাতের ছোঁয়া পেয়েছে । এলাকাতে সে হিট হয়েই গেল ।
''জনগুরুত্বপূর্ণ স্থানে (পাবলিক প্লেস) ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। ''
০ কত টাকা দন্ড দিতে হয় ? ৩০০ টাকা ? এর চেয়ে তো বেশী কিছু না !
বুকের পাটা থাকলে কেউ উনার এগেইনস্টে মামলা করে সরকারের কোষাগারে ৩০০ টাকা এনে দিক ।
মন্তব্য করতে লগইন করুন