প্রকাশ্যে মন্ত্রীকে আইন ভাঙ্গতে দেইখা আমার আদরের নাতি এক ঘণ্টায় ধুমপান শিখা ফালাইছে
লিখেছেন লিখেছেন বেআক্কেল ২৮ জানুয়ারি, ২০১৪, ১২:২২:০৬ দুপুর
‘জনসম্মিলনস্থলে প্রকাশ্যে ধূমপান দন্ডনীয় অপরাধ’
মন্ত্রীর এই আকাম দেইখা আমার নাতিও হেই কাম শিকা ফালাইছে, আপনারাও যারা এই কাম চালু করেন নাই, তারাতাড়ি শিইখা লন। আইন ভাঙ্গতে ছাইলে এখনি আমামীলীগে যোগ দেন। সব ধরনের অন্যায়, আকাম, কুকাম চোখ বন্ধ কইরা করতে পারবেন। পুলিশ, বিজিবি, যৌথ বাহিনী কেউ কোন কথা বলতে পারব না। সম্মানীত মন্ত্রীরে একবার দেইখা লন হুড়মুড় করি ঢুইড়া পড়েন:
বিষয়: বিবিধ
১৪১৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জব্বর একখান নাতি।
আমার এই কুকুরটা কিন্তু স্থান, কাল, পাত্র বুঝে। অতএব এই কুকুরকে কেউ ঐ কুত্তাটার সাথে তুলনা করবেন না।
মন্তব্য করতে লগইন করুন